মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
১. বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বনাম কি?
উত্তর:-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
২. ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:-মেজর গণি।
৩. বাংলাদেশের প্রথম সেনাপতির নাম কি?
উত্তর:-জেনারেল এমএজি ওসমানী।
৪. বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি প্রাপ্ত প্রথম জেনারেলের নাম কী?
উত্তর:-জেনারেল এমএজি ওসমানী।
৫. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী?
উত্তর:-ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং তার ওপরে কৌণিকভাবে জাতীয় ফুল শাপলা।
৬. বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী?
উত্তর:-সমরে( সংগ্রামে) আমরা, শান্তিতে আমরা,সর্বত্রই আমরা দেশের তরে।
৭. বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:-ঢাকা সেনানিবাসে।
৮. বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবি কি?
উত্তর:-জেনারেল।
৯. বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি?
উত্তর:-ফিল্ড মার্শাল।
১০. বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তর:-সুরাইয়া বেগম।
১১. বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর:-ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
১২. বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি?
উত্তর:-৩ টি। সেনা বার্তা, সেনা প্রবাহ, আর্মি জার্নাল।
১৩. বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন এবং তাদের নাম কি?
উত্তর:-৩ জন।
@ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল।
@ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান।
@ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
১৪. বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের “ট্যাংক" যুক্ত হয় কবে?
উত্তর:-২০১২ সালে।
১৫. বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরষ্কার লাভ করে?
উত্তর:-স্বাধীনতা পুরষ্কার-২০০৭।
১৬. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর:-জেনারেল এমএজি ওসমানী।
১৭. বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কী?
উত্তর:-বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্ট(BIR).
১৮. ‘সোর্ড অব অনার প্রদান করা হয় কাকে?
উত্তর:-সেনাবাহিনীর ক্যাডেটদের।
১৯. বাংলাদেশ মিলিটারি একাডেমী কয়টি ও কোথায় অবস্থিত?
উত্তর:-১টি। চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত।
২০. বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে ?
উত্তর:-প্রেসিডেন্ট।
২১. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?
উত্তর:-২১ নভেম্বর।
২২. বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কবে ?
উত্তর:-১৯৭৫ সালে।
২৩. বাংলাদেশে মিলিটারি একাডেমী প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর:-১১ জানুয়ারি,১৯৭৪ সালে কুমিল্লায়।
২৪. মেজর গণির কোন যুদ্ধে “টাইগার” উপাধি দেওয়া হয়েছিল ?
উত্তর:-১৯৬৫সালের পাক ভারত যুদ্ধে।
২৫. বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:-কুর্মিটোলা, ঢাকা।
২৬. বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেয়া হয় কোথায়?
উত্তর:-স্টাফ কলেজে।
২৭. বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর:-বিজয় সারণি, তেজগাঁও (ঢাকা)।
২৮. গোপন স্থান থেকে আক্রমন চালানোর স্থানকে কি বলে ?
উত্তর:-ব্লাক আউট।
২৯. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর:-১২ জুলাই ১৯৭১ সালে।
৩০.Army এর পূণরুপ কী ?
উত্তর:-Alert regular mobility youn
১.বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর:- ৯ নভেম্বর ১৯৭১ সালে।
২. বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কী ?
উত্তর:- কাছিবেষ্টিত নোঙর ও এর ওপরশাপলা।
৩. বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি ?
উত্তর:- শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়।
৪. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর:- চট্টগ্রামের পতেঙ্গা।
৫. বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর:-জলদিয়া, চট্টগ্রাম।
৬. বাংলাদেশ নৌবাহিনীর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- বনানী, ঢাকা।
৭.বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের পদবি কি?
উত্তর:- চিফ অব নেভি স্টাফ।
৮. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান কে ?
উত্তর:- ক্যাপ্টেন নুরুল হক।
৯. বাংলাদেশের নৌবাহিনীর প্রথম এডমিরাল কে?
উত্তর:- মুহম্মদ ফরিদ হাবিব।
১০. বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- ঢাকায়।
১১. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কী ?
উত্তর:- বিএনএস পদ্মা।
১২. বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে ?
উত্তর:- মোহাম্মদ রুহুল আমিন।
১৩. বাংলাদেশের নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিযয়োগ দেয়া হয় কবে?
উত্তর:- ১২ জানুয়ারি ২০০০সালে।
১৪. বাংলাদেশ নৌবাহিনীরশাখা কয়টি ?
উত্তর:- ৬টি।
১৫. বানৌজা শের-ই-বাংলা নৌ-ঘাঁটি কোথায়?
উত্তর:- টিয়াখালী বারনাবদ চ্যানেল সংলগ্ন।।
১৬. নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনটি?
উত্তর:- বিএনএস ওসমান।
১৭. বাংলাদেশ নৌবাহিনী কবে সি-৮০২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়?
উত্তর:- ১২ মে ২০০৮ সালে।
১৮. অপারেশন চ্যানেল রেইডার্স এবং অপারেশন বে-স্ট্রিপ' কি?
উত্তর:- নৌবাহিনীর চোরাচালান বিরােধী অভিযান।
১৯. বাংলাদেশের নৌ-স্কাউটস কবে গঠিত হয়?
উত্তর:- ২১ এপ্রিল ১৯৭৬।
২০. খুলনা শিপইয়ার্ড নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তর:- ১৯৫৪ সালে।
২১. খুলনা শিপইয়ার্ড কবে শিল্প মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন করা হয়?
উত্তর:- ১৯৯৯ সালে।
২২. খুলনা শিপইয়ার্ড বর্তমানে পরিচালনা করে কোন সংস্থা?
উত্তর:- বাংলাদেশ নৌবাহিনী।
২৩. নৌ পরিক্রমাকি ?
উত্তর:- বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পত্রিকা।
১. বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি? বাংলার আকাশ রাখিব মুক্ত।
২. বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?যশোর ।
৩. বিমান বাহিনী প্রধানকে কি বলে ?এয়ার চীফ মার্শাল।
৪. বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কী ? বলাকা।
৫. বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে? – ফ্লাইট লে. মতিউর রহমান। |
৬. বাংলাদেশ বিমান বাহিনী কখন গঠিত হয়? – ২৮ সেপ্টেম্বর ১৯৭১।
৭. বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয় কবে? – ২৮ সেপ্টেম্বর ১৯৭৩ |
৮. বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত? – যশোর (পূর্বে ছিল ঢাকা)। |
৯. বাংলাদেশ এয়ার ফোর্স জাদুঘর কবে কোথায়? – তেজগাঁও পুরাতন বিমান বন্দর, ঢাকা। |
১. বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বর্তমান নাম কী ?
উত্তর:- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২. বর্ডার গার্ড বাংলাদেশ এর পুরাতন নাম কি ছিল ?
উত্তর:- বাংলাদেশ রাইফেলস (BDR).
৩. বাংলাদেশ রাইফেলস (BDR) এর পূর্বনাম কি ?
উত্তর:-রামগড লোকাল ব্যাটালিয়ন.
৪. বিজিবির প্রথম নাম কি ছিল ?
উত্তর:- রামগড় লোকাল ব্যাটালিয়ন
৫. বাংলাদেশ রাইফেলস (BDR)এর পরববর্তিত নাম কি?
উত্তর:- বডার গার্ড বাংলাদেশ (BGB).
৬. বডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর:- ২৩ জানুয়ারী ২০১১.
৭. বডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে?
উত্তর:- ২০ ডিসেম্বর ।
৮. বাংলাদেশ রাইফেলস নামকরণ হয় কত সালে ?
উত্তর:- ৩ মার্চ ১৯৭২ সালে
৯. বিজিবির নাম এ পর্যন্ত পরিবর্তন করা হয়েছ ?
উত্তর:- ৭ বার
১০. বিজিবির সদর দপ্তর কোথয় অবস্থিত ?
উত্তর:- এপিলখানা, ঢাকা ।
১১. বিজিবির স্লোগান কি ?
উত্তর:- এসীমান্তের অতন্দ্র প্রহরী
১২. বিজিবির প্রতীক কি ?
উত্তর:- বিশেষ বেজমেন্টে আবদ্ধ ক্রস রাইফেলের ওপর শাপলা
১৩. বিজিবির সেক্টর কয়টি ?
উত্তর:- ১৩ টি
১৪. বিজিবির ব্যাটালিয়ন কয়টি ?
উত্তর:- ৪৭ টি
উত্তর:- মেজর জেনারেল (অব:)সি আর দত্ত
১৬. বিজিবিকে জাতীয় পতাকা প্রদান করা হয় ?
উত্তর:- ৩ মার্চ ১৯৮০ সালে
১৭. স্বাধীনতা যুদ্ধে বিজিবি'র সদস্য শহীদ হন ?
উত্তর:- ৮১৯জন
১৮. মুক্তিযুদ্ধে বিজিবি'র কতজন সদস্য বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয় ?
উত্তর:- ২ জন,ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ,ল্যান্সনায়েক মুন্সি আবদুর রউফ ।
১৯. মুক্তিযোদ্ধে অবদানের জন্য বিজিবি'র খেতাব প্রাপ্ত সদস্য সংখ্যা ?
উত্তর:- ১৪১ জন —
২০. মুক্তিযোদ্ধে অবদানের জন্য বিজিবি স্বাধীনতা পুরস্কার পায় ?
উত্তর:- ২০০৮ সালে
২১. পাকিস্থান আমলে বাংলাদেশ রাইফেলস এর নাম কি ছিল ?
ইপিআর (পূর্ব পাকিস্থান রাইফেলস )।
২২. পিলখানা বিদ্রাহ কবে সংগঠিত হয় ?
উত্তর:- ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সালে।
২৩. বিদ্রাহী বিডিআর জওয়ানরা আত্মসমর্পণ করে ?
উত্তর:-২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে।
২৪. অপারেশন বেরেল হান্ট কি ?
উত্তর:- বিডিআর বিদ্রাহের সঙ্গে জডিত ব্যক্তিদের ধরার জন্য অভিযান।
১. বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:-ঢাকার গুলিস্তানে।
২. Police' শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর:-পর্তুগিজ।
৩. POLICE শব্দটির পূর্ণরূপ কী?
উত্তর:-P=Polite 0=Obedient L=Loyal I=Intelligent C=Courageous E=efficient
৪. বাংলাদেশ পুলিশের মূলনীতি কী?
উত্তর:-শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি।
৫. বাংলাদেশ পুলিশের মনো গ্রাম কী ?
উত্তর:-একপাশে ধানের শীষ, একপাশে গমের শীষবেষ্টিত মাঝখানে নৌকা এবং উপরে শাপলা।
৬. বাংলাদেশে প্রথম নারী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
উত্তর:-২১ জুন ২০১১ সালে।
৭. হাইওয়ে পুলিশ ইউনিট উদ্বোধন করা হয় কবে?
উত্তর:-১১ জুন, ২০০৫ সালে।
৮. সম্প্রতি ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয় কবে?
উত্তর:-১৬ আগষ্ট, ২০০৯।
৯. শিল্প অঞ্চল পুলিশ এর যাত্রা বা কার্যক্রম কবে?
উত্তর:-৩১ অক্টোবর ২০১০ সালে।
১০. বাংলাদেশ পৌর পুলিশ গঠন করা হয় কবে?
উত্তর:-১৬ অক্টোবর ২০১১।
১১. কবে থেকে বাংলাদেশ ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়?
উত্তর:-১৭ ফেব্রুয়ারি, ২০০৯।
১৩. সম্প্রতি বাংলাদেশ স্পেশাল উইমেন পুলিশ কনটিনজেন্ট (ঝডচঈ) চালু হয় কবে?
উত্তর:-২১ নভেম্বর, ২০০৮।
১৪. পুলিশের জন্য নতুন পোশাক কবে থেকে চালু করা হয়?
উত্তর:-১০ জানুয়ারি, ২০০৪।
১৫. বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াড়কে কি নামে ডাকা হয়?
উত্তর:-কে-নাইন।
১৬. বাংলাদেশে পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন দ্বারা?
উত্তর:-১৮৬১ সালে প্রণীত রেগুলেশন।
১৭. বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর:-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৮. পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কী?
উত্তর:-আইজিপি (ইনসপেক্টর জেনারেল অব পুলিশ)।
১৯. পুলিশের বর্তমান আইজিপি কে?
উত্তর:-ড. জাবেদ পাটোয়ারী।
২০. বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন?
উত্তর:-এম এ খালেদ।
২১. বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোলের সদস্য হয়?
উত্তর:-১৯৭৬ সালে।
২২. বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কী কী?
উত্তর:-রেঞ্জ, জেলা, সার্কেল ও থানা।
২৪. রেল পুলিশকে সাধারণভাবে কী বলা হয়?
উত্তর:-জিআরপি।
২৫. বাংলাদেশ কয়টি জিআরপি জেলায় বিভক্ত ও কী কী?
উত্তর:-৩ টি। যথা: চট্টগ্রাম -সৈয়দপুর এবং নবাগত ঢাকা।
২৬. পুলিশ জেলা কী ?
উত্তর:-কয়েকটি পুলিশ সাকেলের সমন্বয়ে একটি পুলিশ জেলা গঠিত হয়।
২৭. বাংলাদেশে মহিলা পুলিশ নিয়ােগ কবে থেকে চালু হয়?
উত্তর:-১৯৭৪ সাল থেকে।
২৮. বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত?
উত্তর:-রাজশাহী জেলার চারঘাট থানার সারদায়।
২৯. বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে কোথায় অবস্থিত?
উত্তর:-২০০০ সালে, ঢাকার মিরপুরে।
৩০. উপমহাদেশে কার শাসনামলে সারদা পুলিশ একাডেমী চালু হয়?
উত্তর:-লর্ড হার্ডিঞ্জ।
৩১. পুলিশ বাহিনীর কী কী পুরষ্কার রয়েছে?
উত্তর:-বীরত্ব পুরস্কার ও জিএস মার্ক।
৩২. বীরত্ব পুরস্কার কয়টি ও কী কী ?
উত্তর:-৩ টি।যথা: বাংলাদেশ পুলিশ মেডেল,প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও আইজি বেস্ট মেডেল।
৩৩. সারদা পুলিশ একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-১৯১২ সালে।
৩৪. সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:-পদ্মা।
৩৫. সারদা পুলিশ একাডেমীর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:-মেজর চেসলি।
৩৬. আর্মড পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট পাস হয় কবে?
উত্তর:-১৯৭৯ সালে।
৩৭. সারদা পুলিশ একাডেমীর প্রথম দেশীয় অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:-খান বাহাদুর এস এ খান।
৩৮. পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে কয়টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল আছে?
উত্তর:-৪ টি (খুলনা, রংপুর, নোয়াখালী ও টাঙ্গাইল)।
৩৯. বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কী?
উত্তর:-ডিটেকটিভ।
৪০. 'ডিটেকটিভ' প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তর:-১৯৬০ সালে।
৪১. খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি হয়?
উত্তর:-১৯৮৫ সালে।
৪২. রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি হয়?
উত্তর:-১৯৯২ সালের ১ জুলাই।
৪৪. ঢাকা মহানগরীতে কবে মেট্রোপলিটন পুলিশ চালু হয়?
উত্তর:-১৯৮৫ সালে।
৪৫. মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কী বলা হয়?
উত্তর:-পুলিশ কমিশনার।
৪৬. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উত্তর:-১৯৭৮ সালে।
৪৭. সব মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে থেকে চালু হয়?
উত্তর:-১৯৯৩ সালের, ১৫ এপ্রিল।
৪৮. বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর:-রাজারবাগ, ঢাকা।
৪৯. বাংলাদেশ পুলিশ একাডেমীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডারের নাম কী?
উত্তর:-এলিজা শারমিন।
৫০. পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে?
উত্তর:-শামসুন্নাহার (২৬ জানুয়ারি ২০১৬)।
৫১. রাজারবাগ পুলিশ লাইনের স্মতিসৌধটি কী উদ্দেশ্য নিমিত হয়?
উত্তর:-১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাক বাহিনীর আক্রমণে নিহিত পুলিশদের স্মতি রক্ষাথে ।
৫২. কোন পুলিশ কর্মকর্তা পাক আমলে প্রাদেশিক গভর্নর নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:-জাকির হোসেন।
৫৩. পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি’র রেংক কে থ্রি স্টার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল এর সমান পদ মর্যাদা দেয় হয় কবে?
উত্তর:-০৯ জানুয়ারি ২০১২ সাল।
৫৪. পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি’র পদ মর্যাদা কি?
উত্তর:-সিনিয়র সচিব পদ মর্যাদা।
৫৫. পুলিশের ৫টি পদ গ্রেড-১ ভুক্ত (সচিব পদমর্যাদা) পরিদর্শক (ইন্সপেক্টর পদ প্রথম শ্রেণী ও উপ-পরিদর্শক (এসআই) পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয় কবে?
উত্তর:-০৩জানুয়ারি, ২০১২ সালে।
১. বাংলাদেশ আনসার বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৪৮ সালে ১২ ফেব্রুয়ারি।
২. ব্যাটালিয়ন আনসার কার অধীনে কাজ করে ?
উত্তর:- বাংলাদেশ সেনাবাহিনী।
৩. আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- ঢাকায়।
৪. আনসার ব্যাটালিয়নের মহাপরিচালকের নাম কি ?
উত্তর:- মেজর জে. একেএম আমিনুল হক।
৫. ব্যাটালিয়ন আনসার কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১ আগস্ট ১৯৭৬ সালে।
৬. কবে আনসার ভিডিপি নামকরণ করা হয় ?
উত্তর:- ১৯৯৬ সালে।
৭. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
৮. VDP এর পূর্ণরূপ কি ?
উত্তর:- Village Defence Party.
৯. বাংলাদেশের আনসার বাহিনীর দিবস কবে?
উত্তর:- ১২ই ফেব্রুয়ারি
১০. আনসার একাডেমির বর্তমান নাম কি?
উত্তর:- বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমী।
১১. আনসার ও ভিডিপি কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর:- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১২. কত সালে আনসার ভিডিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসে?
উত্তর:- ১৯৭৩ সালে।
১৩. বিসিএস আনসার ক্যাডার কবে গঠিত হয়?
উত্তর:- ১৯৮০ সালে।
১৪. মুক্তিযুদ্ধে কতজন আনসার কর্মকর্তা শহীদ হন?
উত্তর:- ৯ জন।
১৫. ১৯৭১ সালে অস্থায়ী সরকার প্রধানকে প্রথম কোন বাহিনী গার্ড অব অনার প্রদান করেছিল?
উত্তর:- আনসার বাহিনী।
বিভিন্ন পরিমাপক যন্ত্র বা মিটার
Ameter - Current পরিমাপ করার জন্য।
Voltmeter - voltage পরিমাপ করার জন্য।
Wattmeter- পরিমাপ করার জন্য।
Energy Meter- KWH বা বৈদ্যুতিক Energy পরিমাপ করার জন্য
হাইড্রোমিটার- ব্যাটারির বা তরলের আঃ গুরুত্ব পরিমাপ করার জন্য।
ট্যাকোমিটার- উড়োজাহাজ এর গতি নির্ণয় এর জন্য
অলটিমিটার- বিমানের উচ্চতা পরিমাপ এর জন্য
এনিমোমিটার- বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপ করার জন্য।
অডিওমিটার- শব্দের তীব্রতা পরিমাপ করার জন্য।
কার্ডিওমিটার- হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র
ফ্যাদোমিটার- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র
ব্যারোমিটার - বাযুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র
ম্যানোমিটার- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র
ল্যাক্টোমিটার- দুধের বিশুদ্বতা নির্ণায়ক যন্ত্র
হাইগ্রোমিটার- বায়ুতে আর্দ্রতা পরিমাপ করার জন্য।
সিসমোগ্রাফ- ভূমিকম্প পরিমাপ করার জন্য।
রিখটার স্কেল- ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য।এর স্কেল ১-১০
মার্সোলি স্কেল- ভূমিকম্পের তীব্রতা পরিমাপ এর জন্য এর স্কেল ১-১২
মিটার স্কেল- দৈর্ঘ্য পরিমাপ এর সবচেয়ে সরল যন্র
ভার্নিয়ার স্কেল- দৈর্ঘ্য পরিমাপ করার জন্য।(মিলিমিটার স্কেলে)
স্লাইড ক্যালিপার্স- বস্তুর দৈর্ঘ চোঙ্গ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্তঃব্যাস ও বাহির ব্যাস ও গোলকের ব্যাস মাপার জন্য
স্প্রিং নিক্ত- সরাসরি বস্তুর ওজন মাপার জন্য
হাইড্রোফোন- পানির তলায় শব্দ নিরুপন যন্ত্র
ওডোমিটার- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র
জইরোকম্পাস- জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র
পাইরোমিটার - তারকাসমুহের (সূর্যের) উত্তাপ পরিমাপ করার জন্য।
গ্যালভানোমিটার - সুক্ষ মাপের বিদ্যুৎ প্রবাহ নির্নয় এর জন্য
এক্সিলেরোমিটার- ত্বরন পরিমাপ করার যন্ত্র
স্পিডোমিটার - দ্রুতি পরিমাপ যন্ত্র
ওহম মিটার- পরিবাহীর রোধ পরিমাপ করার জন্য
ভেলাটোমিটার- বেগের পরিমাণ নির্নয়
স্ফিগমোম্যানোমিটার- মানবদেহের রক্তচাপ নির্নয়
স্টেথোস্কোপ - হৃৎপিন্ড ও ফুসফুস এর শব্দ পরিমাপ
রেইনগেজ- বৃষ্টি পরিমাপ করার যন্ত্র
ক্যালরিমিটার - তাপ পরিমাপ যযন্ত্র
থার্মোমিটার - উষ্ণতা পরিমাপ যন্ত্র
কম্পাস - দিক নির্নয় এর জন্য
ক্রেসকোগ্রাফ- উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র
ph meter- দ্রবনের রাসায়নিক অম্লত্ব বা ক্ষারত্ব মাপার জন্য
ভিস্কোমিটার- ফ্লুইডের সান্দ্রতা
পেসারগেজ- তরলের চাপ মাপার জন্য।
অরিফিস মিটার- তরলের প্রবাহ মাপার জন্য।
পরবর্তী->>>>