প্রযুক্তি ও ৪র্থ শিল্প বিপ্লব
স্টেম এডুকেশন কি?
বিশ্বজুড়ে বর্তমানে শিক্ষার যে ধরণটি এগিয়ে যাচ্ছে, সেটি হলো স্টেম এডুকেশন। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথেম্যাটিকস - এই চারটি বিষয়ের আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে বলা হচ্ছে স্টেম এডুকেশন। উন্নত দেশগুলো মনে করছে, ভবিষ্যতে তাদের দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে হলে হলে স্টেম এডুকেশন অতি প্রয়োজনীয় বিষয়। যেসব দেশ স্টেম এডুকেশনের উপর জোর দেবে তারাই ভবিষ্যতে এগিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
চতুর্থ শিল্প বিপ্লব কি?
চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া।
অটোমেশনের ফলে কি কি সমস্যা হতে পারে?
বাংলাদেশ পোশাক শিল্প যদি অটোমেশনে চলে যায়, তাহলে বিশাল এক জনগোষ্ঠী কাজ হারাবে। চীন ও জাপানে ইতোমধ্যে কিছু পোশাক কারখানা অটোমেশনে চলে গেছে। সমীক্ষার তথ্য: ২০৩০ সাল নাগাদ বিশ্বের ৪৬টি দেশে ৮০ কোটি কর্মসংস্থান দখল করবে এআই চালিত অটোমেশনে।
Re-skilling I Up-skilling কেন করা দরকার?
এআই চালিত অটোমেশনে নতুন কাজের সুযোগ পেতে আমাদের বর্তমান কর্মীবাহিনীকে পুনরায় রিস্কিলিং বা নতুন দক্ষতার প্রয়োজন হবে। আবার কর্মচারীদের স্থানচ্যুতির মতো উদ্যোগ মোকাবেলা করার জন্য আপস্কিলিং (বিশেষ দক্ষতা বাড়ানো)-এর বিকল্প থাকবে না।
কোন্ কোন্ ক্ষেত্রে IOT ব্যবহার করা হয়ে থাকে?
আইওটি বা IOT মানে হলো ওহঃবৎহবঃ ড়ভ ঃযরহমং.আপনার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রকে আপনার স্মার্ট ফোনের সাথে কানেক্ট করে সবকিছু নিয়ন্ত্রণ করার নাম আইওটি। চতুর্থ শিল্প বিপ্লবে যেকোনো শিল্প কারখানায় এ ধরনের স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার বেড়ে যাবে। ফলে মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ ও কাজ করা যাবে।
গ্রাফিন কি
গ্রাফিন হল এক ধরনের কার্বন, এই পদার্থগুলো এত পাতলা যে এগুলোর পুরুত্ব নেই বললেই চলে। তাই এগুলোকে দ্বিমাত্রিক পদার্থ বলা হয়। এটি নমনীয় এবং স্বচ্ছ। এটি ই¯পাতের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী এবং অনেক হালকা। অর্থাৎ একে ভাঙ্গা অনেক কঠিন, এবং এর ওজন নেই বললেই চলে। তাছাড়া সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী। বর্তমানে গাড়ি, উড়োজাহাজসহ অনেককিছুতে গ্রাফিন ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
ন্যানো-প্রযুক্তি কি?
ন্যানোপ্রযুক্তি বা ন্যানো ট্যাকনোলজি হলো পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। একে সংক্ষেপে ন্যানো টেক বলা হয়। ধাতব এ বস্তুকে সূক্ষভাবে কাজে লাগিয়ে যে পদ্ধতিতে টেকসই ও স্থায়ী ডিভাইস উৎপন্ন করে তাকে ন্যানো-প্রযুক্তি বলে।
ন্যানোমিটার কি?
১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগকে বলা হয় ১ ন্যানোমিটার। একটি চুলের ব্যাস হচ্ছে এক লক্ষ ন্যানোমিটার এবং পৃথিবীর সবচেয়ে ছোট ব্যাকটেরিয়ার আকার ২০০ ন্যানোমিটার। আমাদের ডিএনএ অণুর ব্যাস প্রায় দুই ন্যানোমিটার।
ন্যানো পার্টিকেল কি?
যে সকল কণার দৈর্ঘ্য ১-১০০ হস সেগুলোকে ন্যানো পার্টিকেল বলে। এটি ক্ষুদ্রাকৃতির (ত্রিমাত্রিক) কণা। ন্যানো পার্টিকেল দিয়ে যে কোনো ধরনের পদার্থ তৈরি করা সম্ভব।
কার্বন ন্যানোটিউব কি?
কার্বন ন্যানোটিউব হচ্ছে সিলিন্ডার আকৃতির ফুলারিন। সাধারণ স্টিলের চেয়ে সিলিন্ডার ন্যানোটিউব এক হাজার গুণ বেশি মজবুত এবং প্রায় ৬ গুণ হালকা।
ন্যানো রোবট কি?
একটি অতি ক্ষুদ্র মেশিন, যা স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ করতে সক্ষম। সেই রোবটকে মানুষের শরীরে প্রবেশ করিয়ে আমাদের রক্তে বা শরীরের কলকব্জায় যেসব সমস্যা আছে, তা এই রোবট ঠিক করে দিচ্ছে। তার মানে ভবিষ্যতে কোনো রোগ সারানোর জন্য হয়তো ওষুধ খেতে হবে না, বা অস্ত্রপচারও করতে হবে না।
বায়োটেকনোলজি কি?
বায়োটেকনোলজি বা জৈবপ্রযুক্তি হলো জীবদের ব্যবহার করার মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর ও ব্যবহারযোগ্য প্রয়োজনীয় মালামাল তৈরির বিশেষ প্রযুক্তি। এটি বিশেষ করে কৃষি, খাদ্য বিজ্ঞান, এবং ঔষধশিল্পে ব্যবহৃত হয়।
গোল্ড বায়োটেকনোলজি কি?
এই জৈবপ্রযুক্তির ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাগুলোর তথ্য বিশ্লেষণ করা যায় কম্পিউটারের প্রযুক্তি ব্যবহার করে।
ব্লু বায়োটেকনোলজি কি?
মূলত সামুদ্রিক স¤পদকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে বিভিন্ন দ্রব্য উৎপাদনের ক্ষেত্র।
গ্রিন বায়োটেকনোলজি কি?
এই জৈবপ্রযুক্তি কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়। যেমন- মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে একসাথে অনেক উদ্ভিদ উৎপন্ন করা যায়।
রেড বায়োটেকনোলজি কি?
চিকিৎসা শাস্ত্র এবং ওষুধ শিল্পে ব্যবহৃত জৈবপ্রযুক্তি ব্যবহার। যেমন- টিকা ও অ্যান্টিবায়োটিক তৈরি, বিভিন্ন থেরাপি, কৃত্রিম অঙ্গ তৈরি, কৃত্রিম হরমোন তৈরি, স্টেম কোষ তৈরি।
হোয়াইট বায়োটেকনোলজি কি?
এই প্রযুক্তি শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন- বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ ধ্বংস করা হয়।
ইয়োলো বায়োটেকনোলজি কি?
খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত জৈবপ্রযুক্তি। যেমন- গাঁজন পদ্ধতিতে ওয়াইন, পনির, বিয়ার প্রভৃতি উৎপাদন।
গ্রে বায়োটেকনোলজি কি?
পরিবেশে প্রয়োগকৃত জৈবপ্রযুক্তি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ দূষণ দূর করাই এর প্রধান লক্ষ্য।
ব্রাউন বায়োটেকনোলজি কি?
শুষ্ক বা মরুভূমি এলাকার পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত জৈবপ্রযুক্তি। এক্ষেত্রে জৈবপ্রযুক্তি ব্যবহার করে বীজ উৎপাদন করা হয় যা কঠিন প্রাকৃতিক সমস্যাগুলো মোকাবেলা করতে সক্ষম।
ভায়োলেট বায়োটেকনোলজি কি?
এই ক্ষেত্রটি জৈবপ্রযুক্তির আইনি, নৈতিক এবং দার্শনিক দিকগুলোর সাথে স¤পর্কযুক্ত।
ডার্ক বায়োটেকনোলজি কি?
সন্ত্রাসবাদে জৈবপ্রযুক্তির ব্যবহার, জীবাণু অস্ত্র তৈরি এই শাখার অন্তর্গত। যেমন- অণুজীব বা বিষাক্ত পদার্থ ব্যবহার করে মানুষ, গবাদি পশু বা ফসলের রোগ সৃষ্টির মাধ্যমে ক্ষতি সাধন করা।
জীবপ্রযুক্তির কতিপয় ব্যবহার কি কি?
*টিস্যু কালচার পদ্ধতি *জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও DNA প্রযুক্তি
টিস্যুকালচার পদ্ধতি কি?
কৃত্রিম পুষ্টির মাধ্যমে মাতৃদেহ থেকে বিচ্ছিন্নকৃত টিস্যুকে আবাদ করার অর্থাৎ বর্ধন ও বিকাশের পদ্ধতিকে টিস্যুকালচার বলে। এই পদ্ধতিতে কোষ থেকে তৈরি উদ্ভিদ চারার বৈশিষ্ট্য হলো রোগমুক্ত থাকা। অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের পদ্ধতি এটি।
ডিএনএ (DNA) কি
ডিএনএ হলো একটি অণু যা কোনও জীবের বিকাশ, বাঁচতে এবং পুনরায় উৎপাদন করার প্রয়োজনীয় সেল। এই সেল কোষের ভিতরে পাওয়া যায় এবং এর মাধ্যমে পিতামাতাদের কিছু বৈশিষ্ট্য তাদের বাচ্চাদের কাছে আসে। অর্থাৎ উঘঅ হলো বংশগতির ধারক ও বাহক।
জিন কি?
জিনগুলি ডিএনএর সংক্ষিপ্ত বিভাগ। জিনগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য কানের আকার বা চোখের রঙের মতো তথ্য বহন করে।
রিকম্বিনেন্ট DNA কি?
যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জিবে ডিএনএ হস্তান্তর করা হয় তাদেরকে রিকম্বিনেন্ট উঘঅ প্রযুক্তি বলে।
ব্লকচেইন কি ?
ডেটা স্টোর করার জন্য সব থেকে নিরাপদ একটি স্থান হল ব্লক চেন। যা কেউ নষ্ট ও হ্যাক করতে পারবে না। বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এই ব্লকচেন টেকনোলজির উপর নির্ভর করে কাজ করে। ব্লকচেইন অর্থ হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন। ব্লকগুলো মূলত তথ্য সংরক্ষণ করে। এটি সকলের জন্য উন্মুক্ত। নেটওয়ার্কের মাধ্যমে কোনো তথ্য অনেকগুলি ব্লকে রাখা হয়, যে ব্লগগুলো একে অপরের সঙ্গে কানেক্ট থাকার ফলে এর ডাটা পরিবর্তন বা হ্যাক করা অসম্ভব। কারণ যদি কোনো ব্লকের ডাটা পরিবর্তন হয়, তাহলে অন্যান্য হাজারো ব্লক সেটাকে তার লেজারে নিতে পারে না।
ব্লক কি দিয়ে তৈরি হয়?
প্রত্যেকটি ব্লক তিনটি জিনিস দিয়ে তৈরি হয়। ১) ডাটা: এখানে যে তথ্যগুলো সংগ্রিহত হয়। যেমন-আপনি কাউকে যদি কোন তথ্য পাঠাতে চান তাহলে এখানে আপনার ঠিকানা সংরক্ষিত থাকে আর যাকে পাঠাবেন তার ঠিকানা সংরক্ষিত থাকবে এবং যে পরিমাণ তথ্য বা অ্যামাউন্ট পাঠাবেন সেটি সংরক্ষিত থাকে। অনেকটাা ইমেইল এর মত। ২) হ্যাশ : এটি হচ্ছে প্রত্যেকটি ব্লকের ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট একটি কোডের মাধ্যমে থাকে। ৩) হ্যাশ অব দি প্রিবিয়াস ব্লক: এটির কাজ হচ্ছে প্রত্যেকটি ব্লক তার পেছনের ব্লকের হ্যাশ বা ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করে রাখবে।
ব্লকচেইন প্রযুক্তির ভবিষ্যৎ কি?
ভবিষ্যতে এই প্রযুক্তি অসংখ্য সেক্টরগুলোতে ব্যবহার হবে। যেমন-ব্যাংকিং এবং বীমা সেক্টর, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি এবং তথ্য ব্যবস্থাপনা, শিক্ষা, ডেটা স্টোরেজ এবং ডেটা ট্রান্সফার, জমির হিসাব, গোয়েন্দা ব্যুরো ইত্যাদি। আশা করা যায় আগামী বিশ্বে হয়তো আমরা স¤পূর্ণ ব্লকচেইন টেকনোলজি ছাড়া চলতে পারব না।
ক্রিপ্টো কারেন্সি কি?
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের স্ব নিরাপদ ও লুকায়িত মুদ্রা। এর অস্তিত্ত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় স¤পন্ন হয়। এতে তৃতীয় পক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাই কে কার কাছে এই ডিজিটাল মুদ্রা বিনিময় করছে তা অন্য কেউ জানতে পারে না। তবে এর এনক্রিপটেড লেজার সব লেনদেনকে ঝুঁকিপূর্ণ হওয়া থেকে নিয়ন্ত্রণ করে। ক্রিপ্টোকারেন্সির ভ্যালুর উপর কোনো দেশের সরকারেই হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। তাই পৃথিবীর অনেক দেশেই এ ডিজিটাল মুদ্রার উপর নিষেধাজ্ঞা রয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন ও অন্যান্য ১৫০০-এর বেশি ক্রিপ্টোকারেন্সি আছে।
ব্রেইন মেশিন ইন্টারফেস কি?
নিউরালিংক একটি ব্রেইন-মেশিন ইন্টারফেস তৈরি করেছে। তাদের আবিষ্কৃত সূতার ন্যায় কিছু কানেক্টর/থ্রেড মানুষের ব্রেইনে ঢুকাবে। অতঃপর সেই তারগুলো (থ্রেড) মাথার খুলির উপর থাকা ছোট্ট চিপে যুক্ত হবে। সেই চিপটি কানের সাথে যুক্ত যন্ত্রের মাধ্যমে সিগন্যাল কম্পিউটার বা স্মার্টফোনের পাঠাবে। আর এই সিগন্যাল ব্যবহার করে পক্ষাঘাতগ্রস্থ শুধু চিন্তা করার মাধ্যমে কোন যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্রেইনের ভিতরে ঢুকানো সূক্ষ্ম সূতা (থ্রেড) ব্রেইনের কোন ক্ষতি করবে না। ব্রেইনের ভিতরে লেজার বিমের মাধ্যমেই এই তন্তুগুলো যুক্ত করা যাবে। এই প্রযুক্তিটি শুকর ও বানর এর উপর প্রয়োগ করে সফলতা এসেছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI ) কি?
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কোনো মেশিন মানুষের মত করে কিছু চিন্তা এবং জটিল সমস্যা সমাধান করে থাকে। এটি একই সাথে নতুন কিছু শিখতে পারে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI কত ভাগে বিভক্ত?
মোটামুটি তিনটি ভাগে বিভক্ত- ১. উইক এআই (Narrow AI) : এই ইন্টেলিজেন্স শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করতে পারে। ২. স্ট্রং এআই (Artificial General Intelligence) : মেশিন বা কম্পিপউটার যখন মানুষের মতো কাজ করতে পারবে, তখন তাকে বলা হবে স্ট্রং এআই। ৩. সিঙ্গুলারিটি (Super Intelligence) : এই ইন্টেলিজেন্স, সবচেয়ে প্রতিভাধর মানুষের ক্ষমতাকেও অতিক্রম করতে পারে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI -এর ব্যবহার কিভাবে হয়?
নানানভাবে ব্যবহার হয়, যেমন- ডাইভার ছাড়া গাড়ি নিজে থেকে তার চারপাশের অবস্থা বুঝে চলাফেরা করতে পারে। অনলাইন শপিং সিস্টেম আপনার পছন্দের ভিত্তিতে অ্যালগরিদম পছন্দের বস্তুগুলোকে আপনার সামনে তুলে ধরে। কারো কোনো রোগ হলে সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য, তার জন্য কি ওষুধ কি চিকিৎসা দরকার, তার পিছনেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। আবার আই ফোন-এর ফিচার ঝওজও চবৎংড়হধষ অংংরংঃধহঃ এর মাধ্যমে অটো টাইপ করা, ট্রান্সলেট করা, ইন্টারনেটে সার্চ করা, মেসেজ করা, কোনো জিনিসকে সনাক্ত করা ইত্যাদি সব অসংখ্য কাজে অও ব্যবহার হচ্ছে।
মেশিন লার্নিং কি?
অনেক অনেক ডাটা যেগুলি খুবই সংক্ষিপ্ত চিহ্নের মধ্যে থাকে কিন্তু অর্থবহুল তথ্য বের করা মেশিন লানিং-এর কাজ। যেমন মেসিন রিডেবল পাসপোর্ট এখন সবার হাতে।
বট কি?
বট (ইড়ঃ ) হল কথা বলতে পারে এরকম একধরনের চ্যাট, যেখানে আগে থেকেই বিভিন্ন তথ্যাদি দেয়া থাকে। মনে হবে যেন আপনি একজন মানুষের সাথেই কথা বলছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ বটকে আপনি যত ব্যবহার করবেন সে তত শিখবে, তত ভালোভাবে কাজ করে দিবে! যেমন বাঘা বট।
মেটাভার্স Metaverse কি ?
মেটা অর্থ কাল্পনিক আর ভার্স অর্থ হলো দুনিয়া। মেটাভার্স ইন্টারনেটের এমন একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড যা একদম বাস্তব পৃথিবীর মতোই। মেটাভার্স এর দুনিয়ায় আপনি নিজেকে একটা Avatar বা কার্টুন হিসাবে পাবেন যা অবিকল আপনার মতোই দেখতে হবে, এছাড়া আপনি সেই সমস্ত কাজ করতে পারবেন যা আপনি বাস্তব জীবনে করে থাকেন, যেমন জমি কিনে নিজের বাড়ি তৈরি করতে পারেন, ঘুরতে যেতে পারেন, পার্টি করতে পারেন, বিনোদন করতে পারেন, মিটিং করতে পারেন, কারোর সাথে গেম খেলতে পারেন। এমনকি ডিজিটাল কারেন্সি অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লেনদেন করতে পারেন, এইসব ছাড়াও আরও অনেক কিছু করতে পারেন, যা বাস্তব নয়, অনেকটা আমাদের দেখা স্বপ্নের মতো।
ভিপিএন কি?
ভিপিএন এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN ইন্টারনেটের গোপন “টানেল” যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। অধিকাংশ মানুষ মূলত অঞ্চল ভিত্তিক ব্লক করা সাইটগুলোতে প্রবেশ করতে, তথ্যের গোপনীয়তা রক্ষার্থে এবং সেনসিটিভ কন্টেন্ট ব্রাউজ করার সময় নিজেকে ট্রেস করা থেকে বাঁচাতেই ভিপিএন ব্যবহার করে।
৬জি কি সুবিধা নিয়ে আসছে?
৫জি হলো ৪জি-র চেয়ে অন্তত ১০ গুণ বেশি স্পিড। আর সিক্স-জি আসছে ফাইভ-জির চেয়ে ৮ হাজার গুণ বেশি গতি নিয়ে। ধারণা করা হচ্ছে, আমাদের পরিবেশে যত বিষাক্ত রাসায়নিক আছে, তা সিক্স-জি’র মাধ্যমে পরীক্ষা করা যাবে। ২০৩০ সালে ‘বিশ্ব সিক্স-জি’র যুগে প্রবেশ করতে পারে বলে ধারণা গবেষকদের।
অ্যালগরিদম কি?
কোন সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট ধারাবাহিক নিয়মাবলী স্বয়ংক্রিয়ভাবে করাকে অ্যালগরিদম বলে। সার্চ ইঞ্জিন ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল ম্যাপ ইত্যাদি এলগোরিদম-এর অনুসারে হয়ে থাকে। ক¤িপউটার সায়েন্টিস্ট ও সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এর ব্যবহার করে, এমন কি মহাকাশ গবেষণা, স্যাটেলাইট, রোবট তৈরি, আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্স ইত্যাদি ক্ষেত্রে করা হয়।
ক্লাউড কম্পিউটিং কী ?
সাধারণ কম্পিউটারের মতো, তবে Cloud Computing এ একধরণের স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়, এর মাধ্যমে অনলাইনে যে কোনো ফাইল এডিট ও শেয়ার করতে পারি। যেমন Google Drive|।
সুপার কম্পিপউটার কি?
যেখানে অনেক বেশি কাজ খুব কম সময়ের মধ্যে করার প্রয়োজন হয়, সেখানে Super Computer কে ব্যবহার করা হয়। সুপার কম্পিউটারের গতি বা স্পিড এর পরিমাপ FLOPS এর দ্বারা করা হয়, সেখানে একটি সাধারণ কম্পিউটারের গতি বা স্পিড এর গণনা MIPS দ্বারা করা হয়। বেশিরভাগ Super কম্পিউটার বৈজ্ঞানিক কাজের জন্য তৈরি হয়, যার উচ্চতা ৫ ফুট থেকে শুরু করে ১০০ ফুট পর্যন্ত হয়ে থাকে।
ডিপ ওয়েব কি?
ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব হল ইন্টারনেটের লুকায়িত অংশ। গুগল সার্ফেস ওয়েবের একটি সামান্য অংশ আর সার্ফেস ওয়েব পুরো ওয়েবের চারভাগের এক ভাগ। সার্ফেস ওয়েবের চেয়ে ডিপ ওয়েব ৫০০ গুণ বেশি বড়। আমরা যে সার্ফেস ওয়েবে পড়ে আছি, তা ডিপ ওয়েবের তুলনায় কিছুই না।
ডিপ ওয়েবের সিল্করোড কি?
ইন্টারনেটের ওয়েবের মাত্র ১৬% সার্চ ইঞ্জিণ দিয়ে পাওয়া যায়, বাকি ৮৪% সার্চের আয়ত্তের বাইরে। প্রতিদিন ডিপ ওয়েবের ৩০ হাজার ওয়েবসাইট হ্যাক হয়। কারণ, ডিপ ওয়েবে কোন সিকিউরিটি নাই। সিল্করোড হল ডিপ ওয়েবের সবচেয়ে সফল একটি প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই কেনা-বেচা হয়। এমন কোনো অবৈধ কাজ নাই যা এখানে হয় না।
ডট অনিয়ন ও টর ব্রাউজার কি?
ডিপ ওয়েবের সাইট ডট কম ডোমেইনে হয় না। এসব ওয়েব সাইটের ডোমেইন হয় ডট অনিয়ন। ডীপ ওয়েব যেহেতু ওনিয়ন বা পেঁয়াজের মতোই ঢাকা, তাই এই ডোমেইন এক্সটেশন দেয়া হয়েছে। টর ব্রাউজার ডিপ ওয়েবে এক্সেস করা যায়।
রোবটিকস অটোমেশন কি?
রোবট ইতিমধ্যেই দূর নিয়ন্ত্রণ, কারখানার বিপজ্জনক কাজ, স্থাপনার শ্রমিক, কিংবা স্রেফ নিরাপত্তা প্রহরী বা গৃহস্থালি কাজ করতে সক্ষম। রোবটিকস অটোমেশন বলতে বোঝায় কারখানার সবগুলো মেশিন এমন একটি সিস্টেমের সাথে যুক্ত থাকবে, যেটি স্বয়ংক্রিয় চালনা থেকে শুরু করে পুরো উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবে। বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনি অভ্যন্তরের কাজ ইত্যাদি কঠোর শারীরিক পরিশ্রমের বা বিপজ্জনক ও জটিল কাজগুলো রোবটের সাহায্যে করা যায়। ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল উঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন করা ইত্যাদি। চিকিৎসাক্ষেত্রে রোবট সার্জনদের জটিল অপারেশনে ও নানা ধরনের কাজে সহায়তা করে থাকে। মহাকাশ অভিযানে এখন মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সংবলিত রোবট ব্যবহৃত হচ্ছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি
কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রধানত যে চারটি কাজ করে তা হল- কথা শুনে চিনতে পারা, নতুন জিনিস শেখা, পরিকল্পনা করা এবং সমস্যার সমাধান করা। মূলত এইসব সুবিধাই যখন বিভিন্ন বস্তুতে যোগ করা হয় তখনই সেটা হয় ইন্টারনেট অব থিংস।
ভার্চুয়াল রিয়ালিটি কি?
উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহৃত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা কৌশলগত দক্ষতা, অপারেশন ও রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদির কার্যপ্রণালী অনুশীলন করতে সক্ষম হন। ২. ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে ভার্চুয়ালি ড্রাইভিং ও ড্রাইভিংয়ের নানা নিয়ম-কানুন খুব সহজেই এর ফলে আয়ত্ত করা সম্ভব। ৩. উন্নত বিশ্বের বাণিজ্যিক বিমান সংস্থা কিংবা সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে বিমান পরিচালনা প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করছে।
অগমেন্টেড রিয়ালিটি কি?
অচেনা কোন এক স্থানে ঘুরতে গেলেন গাড়িতে করে। আপনি ড্রাইভ করার সময় চোখের ইশারাতেই আপনার সামনে ভেসে উঠছে রাস্তা কিংবা আশপাশের বিভিন্ন তথ্য। কখনও কখনও আপনি চাইলেই ইশারায় শুনে নিতে পারছেন দরকারি বিভিন্ন নির্দেশনা, যেমন- আজকের দিনের সম্ভাব্য আবহাওয়ার তথ্য। রাস্তায় জ্যাম থাকলে আপনার সামনে চলে আসছে শর্টকাট পথের নেভিগেশন, যা আপনার জন্য নিরাপদ ও সময়সাশ্রয়ী। কিংবা যাবার পথে খাবার জন্য হোটেল খুঁজছেন? রাস্তা দিয়ে যাবার সময়ই আপনি আপনার স্মার্টফোনটি বিল্ডিংগুলোর দিকে তাক করাতেই সেগুলোর ট্যাগ আপনার ফোনে স্ক্রিনে উঠে বলে দিচ্ছে, কোন বিল্ডিংটি কিসের আর সেটির কোন বিখ্যাত ইতিহাস আছে কি না।
থ্রিডি প্রিন্টার কি?
রেপ্লিকা তৈরি করতে থ্রিডি প্রিন্টার। থ্রিডি প্রিন্টাররের তিনটি অংশ রয়েছে- মেশিন প্রোপার, কম্পিউটার এবং ত্রিমাত্রিক ছবি তোলার জন্য একটি ক্যামেরা বা স্ক্যানার। যে বস্তুটিকে প্রিন্ট করা হবে, প্রথমে স্ক্যানারের সাহায্যে তার একটি ত্রিমাত্রিক ছবি তোলা হয়, বস্তুটির সব দিক ঘুরিয়ে সব খুঁটিনাটি অংশ ক্যামেরায় ধরা পড়ে। এবার এই ইমেজটিকে কম্পিউটারে প্রসেস করা হয়। কম্পিউটারে চাইলে ইচ্ছামত এডিটও করা যায়, যেমন- আকার পরিবর্তন, কোন অংশ বাদ দেয়া বা সংযোজন বা রঙ পরিবর্তন ইত্যাদি। এবার প্রসেসিং শেষে প্রিন্ট দিলেই মেশিন প্রোপারে রাখা ম্যাটেরিয়ালের সাহায্যে বস্তুটির একটি বাস্তব রেপ্লিকা তৈরি হয়ে যায়! এই যন্ত্র দ্বারা কিডনি থেকে শুরু করে বন্দুক, গাড়ি, কৃত্রিম হাত-পা সংযোজন, শিল্পকর্মের প্রতিরূপ (রেপ্লিকা) তৈরি করা যায়।
ইন্টারনেট অব থিংস কি?
যার বাংলা অর্থ হল বিভিন্ন জিনিসের সাথে ইন্টারনেটের সংযোগ। আমাদের চারপাশের সকল বস্তু যখন নিজেদের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করবে এবং নেটওয়ার্ক গড়ে তুলবে, সেটাই হবে ইন্টারনেট অব থিংস। ইতিমধ্যে আমরা গুগল হোম, অ্যামাজনের আলেক্সার কথা শুনেছি, যা আপনার ঘরের বাতি, সাউন্ড সিস্টেম, দরজাসহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করে। এই প্রযুক্তির মাধ্যমে আপনার বাসার চুলাকে আপনি একবার শিখিয়ে দেবেন কখন কী খেতে পছন্দ করেন। ধরুন বৃষ্টির দিনে আপনি খিচুড়ি ভালোবাসেন, আপনার চুলা সেটা মনে রাখবে এবং বাইরে বৃষ্টি পড়লে সেদিন আপনার জন্য খিচুড়ি রান্না করে রাখবে। আপনি সকালে ডিম-রুটি খাবেন, সেটাও সে প্রতিদিন করে দেবে অথবা সপ্তাহের একেক দিন তাকে একেক রেসিপি রাঁধতে বলবেন, সে তাই করবে। বাড়ির দরজা দিয়ে যখন বেরিয়ে যাবেন আপনাকে দরজা লাগাতে হবে না, আপনি বাড়িতে নেই জেনে দরজাটি আর খুলবে না, আবার আপনি এসে যখন দরজার সামনে দাঁড়াবেন, আপনার চোখ, হাত, পা, শরীর দেখেই আপনাকে চিনে নিজে নিজেই খুলে যাবে। আপনার চোখের চশমা কিংবা কানের হেডফোনই আপনাকে রাস্তা দেখাবে আর সব তথ্য দিয়ে দেবে।
সেমিকন্ডাক্টর বা সিলিকন চিপ কি?
সেমিকন্ডাক্টর হলো একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস, এটি মূলত সিলিকন দিয়ে তৈরি বলে একে সিলিকন চিপও বলা হয় । একটা চুলের চেয়েও হাজার ভাগের এক ভাগ পাতলা সার্কিটের মধ্যে কোটি কোটি ট্রানজিস্টর থাকে, যা কম্পিউটারের প্রসেসর, মেমরি ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটের জন্য প্রয়োজনীয় শক্তি ও কার্যকারিতা প্রদান করে। আজকের দিনে মোবাইল ফোন, মাইক্রোওয়েব ওভেন, ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে যেকোনো অত্যাধুনিক যন্ত্রের মূল শক্তিই হলো সেমিকন্ডাক্টর চিপ। আজকের দিনের কৃত্তিম বুদ্ধিমত্তার জন্য প্রয়জন হয় জিপিইউ নামে এক ধরনের চিপ। মানবজাতির ইতিহাসে এই মাইক্রোচিপের চেয়ে জটিল কোনো কিছু আমরা কখনো তৈরি করিনি। সর্বাধুনিক প্রযুক্তির চিপ তৈরি করতে EUV লিথোগ্রাফি নামে একটি জটিল যন্ত্র প্রয়োজন হয়। এই যন্ত্রটি এতই জটিল যে এর লেজার সিস্টেমের মধ্যেই রয়েছে ৪৫৭,৩২৯টি আলাদা যন্ত্রাংশ। এটি তৈরির জন্য অনেকগুলো দেশের বিজ্ঞানীদের প্রায় ৩০ বছর শুধু গবেষণাই করতে হয়েছে। এই যন্ত্রের লেজার থেকে EUV আলো তৈরি করতে প্রয়োজন হয় এক ধরনের প্লাজমার। এই প্লাজমার তাপমাত্রা পৌছে যায় প্রায় পাঁচ লক্ষ ডিগ্রি সেলসিয়াসে! এই ভয়ঙ্কর তাপ থেকে জন্ম নেয় ক্ষণস্থায়ী EUV আলো। এই ধরনের একটা যন্ত্র চাইলেই তৈরি করা যায় না। এখন পর্যন্ত সারা পৃথিবীতে এই যন্ত্রটি তৈরি করতে পারে মাত্র একটি কোম্পানি।
কোয়ান্টাম কম্পিউটার কি?
বিজ্ঞানীরা বলছেন এখনকার সাধারণ একটি কম্পিউটারকে যদি গরুর গাড়ির সঙ্গে তুলনা করা হয় তাহলে কোয়ান্টাম কম্পিউটারকে তুলনা করা যাবে দ্রুত গতির বুলেট ট্রেন কিম্বা রকেটের সঙ্গে। কোয়ান্টাম এ্যালগরিদম ব্যবহার করে কিছু কিছু সমস্যা খুব কম সময়ে সমাধান করা যাবে, যেগুলো করতে ক্লাসিক্যাল কম্পিউটারের হয়তো দুই চার বিলিয়ন বছর লেগে যেতে পারে! এর মধ্যে রয়েছে রাসায়নিক বিক্রিয়ার সিমুলেশন ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। প্রথমটা করা গেলে ওষুধ ও রোগ নিয়ে গবেষণায় এক ধরনের মারাত্মক অগ্রগতি হবে, আর দ্বিতীয়টা করা গেলে যেকোনো সার্ভার বা কম্পিউটারের সিকিউরিটি খুব সহজেই ভেঙ্গে ফেলা যাবে।
কোয়ান্টাম কম্পিউটারের সাথে যদি যুক্ত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, তাহলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। তখন তৈরি হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নজরদারি ব্যবস্থা। AI আমাদের সবার মুখ চিনবে, অভ্যাস জানবে, কথাবার্তা বিশ্লেষণ করবে। কোয়ান্টাম কম্পিউটার আমাদের সবার মেসেজ, ইমেইল, হিসাবপত্র—সবকিছু পড়ে ফেলবে। ফলে পৃথিবীতে গোপন বলে কোনোকিছু থাকবে না।
যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সরকার এধরনের সুপার-ফাস্ট কম্পিউটার তৈরির পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করছে। গুগলসহ বেশকিছু কোম্পানি কিছু প্রোটোটাইপও তৈরি করেছে। ২০১৯ সালে গুগল তাদের কোয়ান্টাম কম্পিউটারের সফলতার একটি খবর প্রকাশ করে। সেখানে তারা দেখিয়েছে যে, বিশ্বের সবচেয়ে ভালো সুপার কম্পিউটারের যে সমস্যাটি সমাধান করতে প্রায় দশ হাজার বছর লাগবে, সেটা তারা তাদের কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে মাত্র ৩ মিনিট ২০ সেকেন্ডেই সমাধান করেছে। এখনো ব্যবহার উপযোগী কোনো কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয়নি, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে বেশ কার্যকর হিসেবে নিজেকে প্রমাণ করেছে। যদি কখনো এই দুই প্রযুক্তির দেখা হয়ে যায়, তাহলে মানবজাতির ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকবে ন্যানোমিটার ব্যাসার্ধের একটি সুতার উপর।