এখানে দুইটি অধ্যায় দেয়া হয়েছে। আপনি আলাদাভাবে প্রথমে  " নিচের প্রথম অধ্যায় ৫০ টি আদব কায়দা ও নৈতিকতা" পড়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। দ্বিতীয় অধ্যায়ে অংশ না নিলেও আপনি প্রতিযোগীতা প্রক্রিয়ায় পুরষ্কৃত হবেন। দ্বিতীয় অধ্যায় "প্রযুক্তি ও ৪র্থ শিল্প বিপ্লব" পড়ে দ্বিতীয়বার প্রতিযোগিতায় বা প্রথম অধ্যায়ের সাথে একত্রে  অংশগ্রহণ করলে এডভান্স প্রতিযোগী হিসেবে আপনি নিশ্চিত পুরষ্কৃত হবেন।