প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক এককসমূহ :
➲ দৈর্ঘ্য পরিমাপের একক – মিটার।
➲ ১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার
➲ ১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার
➲ ১০ ডেসিমিটার = ১ মিটার
➲ ১০ মিটার = ১ ডেকামিটার
➲ ১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার
➲ ১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার
দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ পদ্ধতির এককসমুহ :
➲ ১২ ইঞ্চি = ১ ফুট
➲ ৩ ফুট = ১ গজ
➲ ১৭৬০ গজ = ১ মাইল
দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক
➲ ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
➲ ১ কিলোমিটার = ০.৬২ মাইল
➲ ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
➲ ১ গজ = ০.৯১৪৪ মিটার
➲ ১ মাইল = ১.৬ কিলোমিটার।
ভর পরিমাপের মেট্রিক এককসমূহ :
➲ ভর পরিমাপের মূল একক : গ্রাম
➲ ১০ মিলিগ্রাম।= ১ সেন্টিগ্রাম
➲ ১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম
➲ ১০ ডেসিগ্রাম = ১ গ্রাম
➲ ১০ গ্রাম = ১ ডেকাগ্রাম
➲ ১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম
➲ ১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম
➲ ১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল
➲ ১০০০ কিলোগ্রাম = ১ মেট্রিকটন
➲ ১০ কুইন্টাল = ১ মেট্রিকটন।
তরল পদার্থের আয়তনের পরিমাপের মেট্রিক এককসমূহ :
➲ ১০ মিলিলিটার = ১ সেন্টিলিটার
➲ ১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার
➲ ১ ডেসিলিটার = ১ লিটার
➲ ১০ লিটার = ১ ডেকালিটার
➲ ১০ ডেকালিটার = ১ হেক্টোলিটার
➲ ১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার
ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক এককসমূহ :
➲ ভূমির পরিমাপের মূল একক : বর্গমিটার
➲ ১০০ বর্গ মিলিমিটার = ১ বর্গ সেন্টিমিটার
➲ ১০০ বর্গসেন্টিমিটার = ১ বর্গডেসিমিটার
➲ ১০০ বর্গ ডেসিমিটার = ১ বর্গ মিটার
➲ ১০০ বর্গ মিটার = ১ বর্গ ডেকামিটার (১ এয়র)
➲ ১০০ বর্গ ডেকামিটার = ১ বর্গ হেক্টোমিটার (১ হেক্টর)
➲ ১০০ বর্গ হেক্টোমিটার = ১ বর্গকিলোমিটার
ক্ষেত্রফল পরিমাপের বিট্রিশ একক সমুহ :
➲ ১৪৪ বর্গ ইঞ্চি = ১ বর্গফুট
➲ ৯ বর্গ ফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০ বর্গগজ = ১ একর
➲ ১০০ শতক (ডেসিমেল) = ১ একর
ক্ষেত্রফল পরিমাপের দেশীয় এককসমূহ :
➲ ১ বর্গহাত = ১ গণ্ডা
➲ ২০ গণ্ডা = ১ ছটাক
➲ ১৬ ছটাক = ১ কাঠা
➲ ২০ কাঠা = ১ বিঘা
ক্ষেত্রফল পরিমাপেরমেট্রিক ও বিট্রিশ পদ্ধতির সম্পর্ক :
➲ ১ বর্গসেন্টিমিটার = ০.১৬ বর্গ ইঞ্চি
➲ ১ বর্গ মিটার = ১০.৭৬ বর্গফুট
➲ ১ হেক্টর = ২.৪৭ একর
➲ ১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সেন্টিমিটার
➲ ১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমটার।
➲ ১ বর্গগজ = ০.৮৪ বর্গ মিটার
➲ ১ বর্গমাইল = ৬৪০ একর
ক্ষেত্রফল পরিমাপের মেটিক, ব্রিটিশ ও দেশীয় এককের সম্পর্ক :
➲ ১ বর্গ হাত = ৩২৪ বর্গইঞ্চি
➲ ৪ বর্গহাত বা ৪ গন্ডা = ৯ বর্গফুট = ০.৮৪ বর্গমিটার
➲ ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ = ৬৬.৮৯ বর্গমিটার।
➲ ১ বিঘা = ১৬০০ বর্গগজ = ১৩৩৭.৮ বর্গমিটার
➲ ১ একর = ৩ বিঘা৮ ছটাক = ৪০৪৬.২৪ বর্গমিটার
➲ ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট = ১০০০ বর্গ কড়ি
➲ ১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা
আয়তন পরিমাপের মেট্রিক এককসমূহ :
➲ ১০০০ ঘনসেন্টিমিটার = ১ ঘন ডেসিমিটার
➲ ১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘনমিটার
➲ ১০ ঘন মিটার = ১ ঘন স্টেয়র
➲ ১০ ঘন স্টেয়র = ১ ডেকাস্টেয়র
আয়তন পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক :
➲ ১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট
➲ ১ ডেকাস্টেয়র = ১৩.০৮ ঘনগজ
# অন্যান্য গুরুত্বপূর্ণ
➲ ১ পক্ষ = ১৫ দিন;
➲ ১ মাস = ২ পক্ষ
➲ ১ মাস = ৪ সপ্তাহ;
➲ ১ মাস = ৩০ দিন
➲ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
➲ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
➲ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
➲ ১ যুগ = ১২ বছর ;
➲ ১ অর্ধযুগ = ৬ বছর;
➲ ১ অর্ধ–শতাব্দী = ৫০ বছর ;
➲ ১ শতাব্দী = ১০০ বছর
➲ ১ কুড়ি = ২০টি
➲ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
➲ ১ ভরি = ১৬ আনা ;
➲ ১ আনা = ৬ রতি
➲ ১ নটিক্যাল মাইল = ১৮৫৩.১৮ মিটার বা১.৮৫ কিলোমিটার।
➲ ১ কেজি = ১০০০ গ্রাম
➲ ১ কুইন্টাল = ১০০ কেজি
➲ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
➲ ১ লিটার = ১০০০ সিসি
➲ ১ মণ = ৪০ সের
➲ ১ পাউন্ড = ০.৪৫৩৬ কেজি
➲ ১পাউন্ড = ১৬ আউন্স
➲ ১ মেট্রিক টন = ১০০০কিলোগ্রাম
➲ ১ কোয়ার্টার = ২৮ পাউন্ড
➲ ১ হন্দর = ৪ কোয়ার্টার
➲ ২০ হন্দর = ১বৃটিশ টন
➲ ১ কুইন্টাল = ১০০কিলোগ্রাম
➲ ১ কেজি = ২.২পাউন্ট =১.০৭সের
➲ ১ সের = ০.৯৩ কিলোগ্রাম
➲ ১ইঞ্চি = ২.৫৪ সে.মি.
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ১ মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১ মাইল= ১৭৬০গজ
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ৩ফুট = ১গজ
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১বর্গফুট = ১৪৪বর্গইঞ্চি
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ৫বর্গগজ = ১ছটাক
❖ কানি
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
❖পাকি
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
❖ শতাংশ
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
❖ কাঠা
১ কাঠা = ৭২০বর্গফুট = ৮০বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
❖ বিঘা
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
❖ একর
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
১০০এয়র = ১০০০০বর্গমি
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
❖ হেক্টর
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।
❖❖ আয়তক্ষেত্র ❖❖
১. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
২. আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
৩. আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
৪. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
৫. আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক
❖❖ বর্গক্ষেত্র ❖❖
১. বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
২. বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
৩. বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
৪. বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক
❖❖ ত্রিভূজ ❖❖
১. সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
২. সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
৩. বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা
❖ পরিসীমা 2s=(a+b+c)
৪. সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½(ভূমি×উচ্চতা) বর্গ একক
৫.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b), এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
৬. সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
৭. ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
৮. সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
৯. লম্ব =√অতিভূজ²-ভূমি²
১০. ভূমি = √অতিভূজ²-লম্ব²
১১. সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² – a²/4, এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
১২. ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
❖❖ রম্বস ❖❖
১.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
২.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য
❖❖ সামান্তরিক ❖❖
১.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
২.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
❖❖ ট্রাপিজিয়াম ❖❖
১. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যোগফল)×উচ্চতা
❖❖ ঘনক ❖❖
১. ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
২. ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
৩. ঘনকের কর্ণ = √3×বাহু একক
❖❖ আয়তঘনক ❖❖
১. আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
২. আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
[ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]
৩. আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
৪. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা
❖❖ বৃত্ত ❖❖
১. বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}
২. বৃত্তের পরিধি = 2πr
৩. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
৪. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
৫. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
৬. বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180°, এখানে θ =কোণ
❖❖ সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলন ❖❖
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
১. সিলিন্ডারের আয়তন = πr²h
২. সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
৩. সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)
❖❖ সমবৃত্তভূমিক কোণক ❖❖
সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
১. কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
২. কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
৩. কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক
❖বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
১.বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ, এখানে n=বাহুর সংখ্যা
২.চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি