আগস্ট মাসে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ
আগস্ট-এর প্রথস রোববার, বিশ্ব বন্ধু দিবস: জাতিসংঘ জুলাইয়ের ৩০ তারিখ বন্ধু দিবস পালন করলেও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হয়।
১ আগস্ট,বিশ্ব ক্যান্সার সচেতনতা সপ্তাহের শুরু (১-৭ আগস্ট): বিভিন্ন দেশে আগস্টের প্রথম সপ্তাহে স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার এবং অন্যান্য বিষয় নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।
আগস্ট ১, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু : প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। শশুদের জন্য মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরার জন্য।
বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস : ফুসফুস ক্যান্সার স¤পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগের প্রতিরোধ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়।
আগস্ট ৬, হিরোশিমা দিবস : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের এই দিনে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার শিকারদের স্মরণ করা হয় এবং পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা স¤পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
আগস্ট ৯, নাগাসাকি দিবস: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের এই দিনে জাপানের নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলার শিকারদের স্মরণ করা হয়।
আগস্ট ৯ বিশ্ব আদিবাসী দিবস / আদিবাসী জনগোষ্ঠীর আন্তর্জাতিক দিবস : আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানো এবং তাদের সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ কর্তৃক এই দিনটি পালিত হয়।
আগস্ট ১২, আন্তর্জাতিক যুব দিবস : বিশ্বজুড়ে যুবকদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা এবং অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়।
বিশ্ব হাতি দিবস : হাতি সংরক্ষণ এবং তাদের আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তা স¤পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালিত হয়।
আগস্ট ১৩, আন্তর্জাতিক বাঁহাতি দিবস : বাঁহাতিদের স্বতন্ত্রতা এবং সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটি পালিত হয়।
আগস্ট ১৫, শোক দিবস : ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়।
আগস্ট ১৯, বিশ্ব আলোকচিত্র দিবস: ফটোগ্রাফি শিল্পের উদযাপন এবং এর ঐতিহাসিক, শৈল্পিক, বৈজ্ঞানিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়।
আগস্ট ১৯, বিশ্ব মানবিক সহায়তা দিবস : মানবিক কারণে কর্মরত ব্যক্তি এবং যারা বিভিন্ন দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানানোর জন্য এই দিনটি পালিত হয়।
আগস্ট ২০, বিশ্ব মশা দিবস: ম্যালেরিয়ার মতো মশা বাহিত রোগ স¤পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগ প্রতিরোধের উপায় স¤পর্কে জানানোর জন্য এই দিনটি পালিত হয়।
আগস্ট ২৩, আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপের স্মরণ দিবস : দাসপ্রথার শিকারদের স্মরণ করা এবং এই অমানবিক প্রথার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়।
২৯ আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস: শরীরচর্চা, খেলাধুলা ও যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে দিনটি পালিত হয়।
আগস্ট ৩০, আন্তর্জাতিক নিখোঁজ দিবস : জোরপূর্বক নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্মরণ করা এবং এই অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালিত হয়।
আগস্ট মাসে জন্মগ্রহণকারী স্মরণীয় ব্যক্তি
১৫ আগস্ট, নেপোলিয়ন বোনাপার্ট ১৭৬৯: ফরাসি সাম্রাজ্যবাদী নেতা, ইউরোপীয় ইতিহাসের অন্যতম প্রভাবশালী চরিত্র। সামরিক ও আইনি সংস্কারের জন্য বিখ্যাত।
২৪ আগস্ট , ইয়াসির আরাফাত (জন্ম: ১৯২৯): প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (চখঙ) চেয়ারম্যান এবং প্যালেস্টাইনের রাষ্ট্রপতি ছিলেন। তিনি ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছেন এবং নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।
২৬ আগস্ট: মাদার তেরেসা (জন্ম: ১৯১০): আলবেনীয়-ভারতীয় ক্যাথলিক মিশনারি এবং সমাজকর্মী। তিনি দরিদ্র ও অসুস্থদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন এবং শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।