মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
নদীর নাম →→ প্রবেশের স্থান
পদ্মা →→ চাঁপাইনবাবগঞ্জ
মেঘনা →→ সিলেট
ব্রহ্মপুত্র →→ কুড়িগ্রাম
কর্ণফুলী →→ রাঙ্গামাটি
সাঙ্গু →→ বান্দরবান
তিস্তা →→ নিলফামারী
করতোয়া →→ পঞ্চগড়
নাফ →→ কক্সবাজার
নদী উৎপত্তিস্থল
পদ্মা →→ হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে
মেঘনা →→ আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড়
যমুনা →→ জামালপুর জেলার দেওয়ানগঞ্জের নিকট ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
ব্রহ্মপুত্র →→ তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে
হালদা →→ খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ, খাগড়াছড়ি
কর্ণফুলী →→ মিজোরামের লুসাই পাহাড়
সাঙ্গু →→ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী আরাকান পার্বত
করতোয়া →→ সিকিমের পার্বত্য অঞ্চল
তিস্তা →→ সিকিমের পার্বত্য অঞ্চল থেকে
মাতামুহুরী →→ লামার মইভার পর্বত থেকে
মহানন্দা →→ হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে
ফেনী →→ পার্বত্য ত্রিপুরার পাহাড় থেকে
গোমতী →→ ত্রিপুরা পাহাড়ের ডুমুর থেকে
খোয়াই →→ ত্রিপুরার আঠারমুড়া পাহাড় থেকে
সালদা →→ ত্রিপুরার পাহাড় থেকে
নাফ →→ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী আরাকান পাহাড়
নাম→→→→→→ মিলিতস্থল →→→→ মিলিত হওয়ার পর নদীর নাম
পদ্মা +মেঘনা→→→→→→চাঁদপুর→→→→→→মেঘনা
পদ্মা +যমুনা→→→→→→গোয়ালন্দ(রাজবাড়ী), দৌলতদিয়া→→→→→→পদ্মা
মেঘনা + ব্রহ্মপুত্র→→→→→→ভৈরববাজার→→→→→→মেঘনা
তিস্তা + ব্রহ্মপুত্র→→→→→→চিলমারী, কুড়িগ্রাম→→→→→→ব্রহ্মপুত্র
সুরমা +কুশিয়ারা→→→→→→আজমিরীগঞ্জ→→→→→→কালনী
সুরমা +কুশিয়ারা→→→→→→ভৈরববাজার→→→→→→মেঘনা
হালদা + কর্ণফুলী→→→→→→কালুরঘাট চট্টগ্রাম→→→→→→কর্ণফুলী
বাঙালি + যমুনা→→→→→→বগুড়া→→→→→→যমুনা
নদীর নাম →→→→→পূর্বনাম
পদ্মা→→→→→কীর্তিনাশা (প্রাচিন নাম -নলিনী)।
যমুনা→→→→→জোনাই নদী।
ব্রহ্মপুত্র→→→→→লোহিত্য।
বুড়িগঙ্গা→→→→→দোলাই নদী (দোলাই খাল)।
শহরের নাম →→ নদীর নাম
ঢাকা→→ বুড়িগঙ্গা
খুলনা→→ ভৈরব ও রূপসা
চট্টগ্রাম→→ কর্ণফুলী
বরিশাল→→ কীর্তন খোলা
সিলেট→→ সুরমা
রাজশাহী→→ পদ্মা নদী
ময়মনসিংহ→→ পুরাতন ব্রহ্মপুত্র নদী
রংপুর→→ তিস্তা নদী
যশোর→→ কপোতাক্ষ
ঝিনাইদহ→→ নবগঙ্গা
কুষ্টিয়া→→ গড়াই
শিলাইদহ→→ পদ্মা নদী
কুমিল্লা→→ গোমতী
বাংলাবান্দা→→ মহানন্দা
ভোলা→→ তেঁতুলিয়া ও বলেশ্বর
হবিগঞ্জ→→ খোয়াই
মৌলভীবাজার→→ মনু নদী
জামালপুর→→ পুরাতন ব্রহ্মপুত্র
কিশোরগঞ্জ→→ পুরাতন ব্রহ্মপুত্র
শরীয়তপুর→→ পদ্মা নদী
মহাস্থানগড়→→ করতোয়া
ছাতক→→ সুরমা
দিনাজপুর→→ পুনর্ভবা
ফরিদপুর→→ আড়িয়াল খাঁ ,
মাদারীপুর→→ পদ্মা
টেকনাফ→→ নাফ নদী
বগুড়া→→ করতোয়া
চন্দ্রঘোনা→→ কর্ণফুলী
টঙ্গী→→ তুরাগ নদী
গোলাগঞ্জ→→ মধুমতি
টুঙ্গীপাড়া→→ মধুমতি
ঘোড়াশাল→→ শীতলক্ষ্যা
সারদা→→ পদ্মা
ফেঞ্চুগঞ্জ→→ কুশিয়ারা নদী
নলছিটি→→ সুগন্ধা
আশুগঞ্জ→→ মেঘনা
পটুয়াখালী→→ পায়রা
রাঙামাটি→→ কর্ণফুলী ও শংখ নদী
নোয়াখালী→→ মেঘনা ও ডাকাতিয়া নদী
সিরাজগঞ্জ→→ যমুনা
কাপ্তাই→→ কর্ণফুলী
গাজীপুর→→ তুরাগ নদী
পাবনা→→ ইছামতি
মুন্সিগঞ্জ→→ ধলেশ্বরী
চাঁদপুর→→ মেঘনা
সুনামগঞ্জ→→ সুরমা
মংলা→→ পশুর নদী
নারায়ণগঞ্জ→→ শীতলক্ষ্যা
আশুগঞ্জ→→ মেঘনা
ঝালকাঠি→→ বিশখালী
ঠাকুরগাঁও→→ টাঙ্গন নদী
ভৈরব→→ মেঘনা
শেরপুর→→ কংশ নদী
টাঙ্গাইল→→ যমুনা
পঞ্চগড়→→ করতোয়া
কুড়িগ্রাম→→ ধরলা
কক্সবাজার→→ মাতামুহুরী নদী
ফেনী→→ ফেনী নদী
লালবাগের কেল্লা→→ বুড়িগঙ্গা
বরগুনা→→ বিশখালী ও হরিণঘাটা নদী
১. চর মানিক কোথায় অবস্থিত ? →→ভোলা।
২. চর জব্বার কোথায় অবস্থিত ? →→ভোলা।
৩. চর নিজাম কোথায় অবস্থিত ? →→ভোলা।
৪. চর কুকরি মুকরি কোথায় অবস্থিত ? →→ ভোলা।
৫. চর নিউটন কোথায় অবস্থিত ? →→ ভোলা।
৬. চর জংলী কোথায় অবস্থিত ? →→ভোলা।
৭. দুবলার চর কোথায় অবস্থিত ? →→সুন্দরবন।
৮. দুবলার চর →→ অতিথী পাখির জন্য বিখ্যাত।
৯. পাটনীর চর কোথায় অবস্থিত ? →→সুন্দরবন।
১০. চর আলেকজান্ডার কোথায় অবস্থিত ? →→লক্ষীপুর ।
১১. গজারিয়ার চর→→ লক্ষীপুর
১২. নির্মল চর কোথায় অবস্থিত ? →→রাজশাহী।
১৩. বেহুলার চর কোথায় অবস্থিত ? →→কুড়িগ্রামে।
১৪. মুহুরীরর চর কোথায় অবস্থিত ? →→ফেনী।
১৫. কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব →→ক্রস ড্যাম পদ্ধতিতে।
১.জাতীয় গ্রন্থ দিবস কবে ?
উত্তর:-১ জানুয়ারী ।
২.বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবতন দিবস কবে ?
উত্তর:-১০ জানুয়ারী ।
৩. জাতীয় শিক্ষক দিবস কবে ?
উত্তর:-১৯জানুয়ারী ।
৪. শহীদ আসাদ দিবস কবে ?
উত্তর:-২০ জানুয়ারী ।
৫. গণ অভ্যাথান দিবস কবে ?
উত্তর:-২৪ জানুয়ারী ।
৬.জাতীয় জনসংখ্যা দিবস কবে ?
উত্তর:-২ফেব্রুয়ারী ।
৭.সুন্দর বন দিবস কবে ?
উত্তর:-১৪ ফেব্রুয়ারী।
৮.শহীদ দিবস ( আন্তজাতিক মাতৃভাষা দিবস )?
উত্তর:-২১ ফেব্রুয়ারী।
৯. আগোরতলা ষড়াযন্ত্র মামল প্রত্যাহার দিবস ?
উত্তর:-২২ফেব্রুয়ারী ।
১০. পিলখানা হত্যা দিবস ?
উত্তর:-২৫ ফেব্রুয়ারী ।
১১. জাতীয় বীমা দিবস ?
উত্তর:-১মার্চ।
১২.জাতীয় ভোটার দিবস ?
উত্তর:-২মার্চ।
১৩.জাতীয় ঐতিহাসিক দিবস ?
উত্তর:-৭মার্চ।
১৪.জাতীয় পাট দিবস কবে ?
উত্তর:-৬মার্চ।
১৫. জাতীয় শিশু দিবস /শেখ মজিবুর রহমানের জন্মদিন ?
উত্তর:-১৭মার্চ।
১৬. স্বাধীনাতার সশস্ত্র প্রতিরোধ দিবস ?
উত্তর:-১৯মার্চ।
১৭.বাংলাদেশের স্বাধীনাতা দিবস কবে ?
উত্তর:-২৬ মার্চ।
১৮. মজিবনগর দিবস কবে ?
উত্তর:-১৭এপ্রিল ।
১৯.কুরআন শরিফ দিবস কবে ?
উত্তর:-১১মে।
২০.নিরাপদ মাতৃত্ব দিবস কবে ?
উত্তর:-২৮মে ।
২১.আওয়ামীলীগ প্রতিষ্ঠা দিবস কবে ?
উত্তর:-২৩জুন ।
২২.পলাশী দিবস কবে ?
উত্তর:-২৩জুন
.২৩.ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে ?
উত্তর:-১জুলাই ।
২৪.জাতীয় ডাকটিকিট দিবস কবে ?
উত্তর:-২৯জুলাই।
২৫.জাতীয় জন্ম নিবন্ধন দিবস কবে ?
উত্তর:-৩জুলাই।
২৬.জাতীয় শোক দিবস কবে ?
উত্তর:-১৫ আগস্ট।
২৭. ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস কবে ?
উত্তর:-২৩আগস্ট
২৮. ঐতিহাসিক শিক্ষা দিবস কবে ?
উত্তর:-১৭সেপ্টেম্বর।
২৯.জাতীয় কর দিবস কবে ?
উত্তর:-৩০অক্টোবর।
৩০. ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস কবে ?
উত্তর:-১৫অক্টোবর ।
৩১. জেল হত্যা দিবস কবে ?
উত্তর:-৪নভেম্বর ।
৩২. সংবিধান দিবস কবে ?
উত্তর:-৪ নভেম্বর।
৩৩.জাতীয় সংহতি ও বিপ্লব দিবস কবে ?
উত্তর:-২১নভেম্বর ।
৩৪.দুযোগ দিবস কবে ?
উত্তর:-১২নভেম্বর।
৩৫.সশস্ত্র বাহিনী দিবস কবে ?
উত্তর:-২১নভেম্বর ।
৩৬.জাতীয় কৃষি দিবস কবে ?
উত্তর:-১৫নভেম্বর ।
৩৭.জাতীয় আয়কর দিবস কবে ?
উত্তর:-৩০নভেম্বর।
৩৮.মুক্তি যোদ্ধা দিবস কবে ?
উত্তর:-১নভেম্বর ।
৩৯.স্বৈরাচারী পতন দিবস কবে ?
উত্তর:-৬ ডিসেম্বর ।
৪০.জাতীয় ভ্যাট দিবস ?
উত্তর:-১০ডিসেম্বর।
৪১.বেগম রোকেয়া দিবস ?
উত্তর:-৯ডিসেম্বর ।
৪২.শহীদ বুদ্ধিজীবি দিবস ?
উত্তর:-১৪ডিসেম্বর ।
৪৩.বাংলাদেশের বিজয় দিবস কবে ?
উত্তর:-১৬ডিসেম্বর।
১. সামরিক রণকৌশল নির্ণয় আবহাওয়ার পূর্বাভাস তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কম্পিউটার?
উত্তরঃ সুপার কম্পিউটার।
২. IC এর অর্থ কি?
উত্তরঃ integrated circuit
৩. EDSAC কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তরঃ অধ্যাপক মরিস উইলকিস।
৪. নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তরঃ স্কটল্যান্ড।
৫. কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
৬. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
৭. অ্যাবাকাস কি ধরনের যন্ত্র?
উত্তরঃ কাঠের তৈরি গণনাকারী যন্ত্র।
৮. কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তরঃ গণনা করা।
৯. কত সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে?
উত্তরঃ ১৯৬৪ সালে।
১০. তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?
উত্তরঃ IC
১১. কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তরঃ হাওয়ার্ড একিন।
১২. ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগ করণ যন্ত্র তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৭৮৬ সালে।
১৩. বাংলাদেশের প্রথম স্থাপিত কম্পিউটারের নাম কি?
উত্তরঃ IBM1620 মেইনফ্রেম।
১৪. মাইক্রোপ্রসেসর এর অংশ নয় কোনটি?
উত্তরঃ র্যাম।
১৫. মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
উত্তরঃ ALU
১৬. CPU এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Central Processing Unit.
১৭. কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় কোনটি?
উত্তরঃ মনিটর।
১৮. সিপিইউ এর প্রধান অংশ নয় কোনটি?
উত্তরঃ অপারেটিং সিস্টেম।
১৯. সিপিইউ এর কয়টি অংশ থাকে?
উত্তরঃ ৩টি।
২০. ফার্মওয়্যার সংরক্ষিত থাকে কোথায়?
উত্তরঃ Rom এ।
২১. কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিযুক্ত সমস্যার সমাধান করে কে?
উত্তরঃ ALU
২২. রাম এর বৈশিষ্ট্য কি?
উত্তরঃ বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।
২৩. কোনটি স্টোরেজ ডিভাইস?
উত্তরঃ হার্ডডিস্ক।
২৪. পেনড্রাইভ একটি কি ডিভাইস?
উত্তরঃ ইনপুট ও আউটপুট ডিভাইস।
২৫. কোনটি ফার্মওয়্যার?
উত্তরঃ ROM
২৬. কোনটি প্রাইমারি মেমোরি?
উত্তরঃ র্যাম ও রোম।
২৭. কোনটি ইনপুট ডিভাইস?
উত্তরঃ মাউস।
২৮. মাইক্রোপ্রসেসর এর কাজ কি?
উত্তরঃ তথ্য প্রক্রিয়াকরণ করা।
২৯. কম্পিউটার ভাইরাস কি?
উত্তরঃ ক্ষতিকারক প্রোগ্রাম।
৩০. এন্টিভাইরাস কোনটি?
উত্তরঃ Norton.
৩১. কোনটি এন্টিভাইরাস ডিভাইস নয়?
উত্তরঃ Linux.
৩২. চলমান প্রসেস বাতিল করার জন্য ব্যবহৃত হয় কি?
উত্তরঃ Esc
৩৩. প্রথম মাইক্রোপ্রসেসর 4004 আবিষ্কৃত হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালে।
৩৪. মেমোরি কয় প্রকার?
উত্তরঃ দুই প্রকার।
৩৫. র্যাম (RAM) একটি________মেমোরি।
উত্তরঃ অস্থায়ী মেমোরি।
৩৬. ALU এর পুরররূপ কি?
উত্তরঃ arithmetic logic unit.
৩৭. ইনপুট ডিভাইস নয় কোনটি?
উত্তরঃ স্পিকার।
৩৮. প্রিন্টার একটি কি?
উত্তরঃ আউটপুট ডিভাইস।
৩৯. নিচের কোনটি সহায়ক মেমোরি নয়?
উত্তরঃ Cache.
৪০. কোনটি অপটিক্যাল ডিভাইস?
উত্তরঃ সিডি।
৪১. এইচ ডি ডি (HDD) এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Hard Disk Drive.
৪২. মাউস, কিবোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে?
উত্তরঃ কন্ট্রোল প্যানেল।
৪৩. ফ্লপিডিক্স এর ধারণ ক্ষমতা কত?
উত্তরঃ ১.৪৪ এম্বি
৪৪. নিচের কোনটি সহায়ক মেমোরি?
উত্তরঃ HDD
৪৫. OMR শব্দের পূর্ণরূপ কি?
উত্তরঃ Optical Mark Reader.
৪৬. MICR একটি কি?
উত্তরঃ ইনপুট ডিভাইস।
৪৭. মাউস একপ্রকার কি?
উত্তরঃ Pointer.
৪৮. USB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Universal Serial Bus.
৪৯. কি বোর্ডে কন্ট্রোল কি এর সংখ্যা কতটি?
উত্তরঃ ২ টি।
৫০. কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
উত্তরঃ ডাটা প্রসেসিং করা।
৫১. Windows XP হলো একটি____
উত্তরঃ operating system.
৫২. কোনটি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম?
উত্তরঃ UNIX
৫২. Windows থেকে DOS এ যাওয়ার প্রক্রিয়া কি?
উত্তরঃ accessories.
৫৩. উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন কোনটি?
উত্তরঃ উইন্ডোজ 16
৫৪. উইন্ডোজ আসলে কি?
উত্তরঃ উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম প্রোগ্রাম।
৫৫. কম্পিউটারের বোর্ড অর্ডার নির্ধারণ করা হয় কোথা থেকে?
উত্তরঃ বায়োস থেকে।
৫৬. টাস্কবার সেটিং কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৪ ভাগে।
৫৭. মাউসের সাহায্যে কোন কাজ করা হয়?
উত্তরঃ নির্বাচন করা হয়।
৫৮. ফোল্ডার প্রকৃতপক্ষে একটি আইকন যার ভিতরে থাকে____
উত্তরঃ অতিরিক্ত ফোল্ডার ও ফাইল।
৫৯. অ্যাসকি (ASCII) কোড কত বিটের হয়?
উত্তরঃ ৭ বিটের।
৬০. কত বিট সমান ১ বাইট?
উত্তরঃ ৮ বিট।
৬২. কত বাইট সমান ১ কিলোবাইট?
উত্তরঃ ১০২৪ বাইট।
৬৩. কত কিলোবাইট সমান ১ মেগাবাইট?
উত্তরঃ ১০২৪ কিলোবাইট।
৬৪. কত মেগাবাইট সমান ১ গিগাবাইট?
উত্তরঃ ১০২৪ মেগাবাইট।
৬৫. কত গিগাবাইট সমান ১ টেরাবাইট?
উত্তরঃ ১০২৪ গিগাবাইট।
৬৬. বিসিডি (BCD) কোড এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Binary Coded Data.
৬৭. (২৯)১০ সংখ্যাটির বাইনারি সংখ্যা কত?
উত্তরঃ (১১১০১)২।
৬৮. (১০১১)২ সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে উত্তর কত হবে?
উত্তরঃ (১১)১০।
৬৯. ১+১ যোগ করলে বাইনারিতে কত হবে?
উত্তরঃ ১০।
৭০. (১১)১০ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ (১০১১)২।
৭১. (২১)১০ সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করলে কত হয়?
উত্তরঃ (১০১০১)২।
৭২. (২৫)১০ এর বাইনারি কত?
উত্তরঃ (১১০০১)২।
৭৩. (১১১০০১)২ এর Hexa Decimal এ কত?
উত্তরঃ ৩৯।
৭৪. (A03)16 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে?
উত্তরঃ ২৬৬৩।
৭৫. =Log (1000)r এর মান কত হবে?
উত্তরঃ ৩।
৭৬. ৩৫ দশমিক সংখ্যার বাইনারি কত?
উত্তরঃ ১০০০১১।
৭৭. Kaspersky একটি কি?
উত্তরঃ অ্যান্টিবাইরাস।
৭৮. (১৫)১০ সংখ্যাটির বাইনারি মান কত?
উত্তরঃ ১১১১।
৭৯. বিশ্বের প্রথম বানিজ্যিক কম্পিউটারের নাম কি?
উত্তরঃ UNIVAC.
৮০. আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ০৪ ভাগে।
৮১. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
৮২. প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?
উত্তরঃ ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা এডা অগাস্টা লাভলেস।
৮৩. লাগারিদম সারণী তৈরি করেন কে?
উত্তরঃ জন নেপিয়ার।
৮৪. রোম একটি কি মেমোরি?
উত্তরঃ প্রধান/স্থায়ী।
৮৫. দ্রুতগতির কম্পিউটারের নাম কি?
উত্তরঃ সুপার কম্পিউটার।
৮৬. কি বোর্ড এর ফাংশন কি এর সংখ্যা কতটি?
উত্তরঃ ১২ টি।
৮৭. মনিটরের স্কিনকে কি বলে?
উত্তরঃ ডেক্সটপ।
৮৮. BIOS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Basic input output system
৮৯. কম্পিউটার কিবোর্ড এর কি গুলোকে সর্বমোট কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ছয় শ্রেনীতে।
৯০. CPU এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Central Processing Unit.
৯১. ROM এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Read Only Memory.