৩) কমিউনিকেশন স্কিল :  

এই অতি গুরুত্বপূর্ণ সফট স্কিল অর্জনের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। যেমন- শ্রবণ : কার্যকরভাবে অন্যের কথা শোনা এবং বুঝা; কথা বলা : আত্মবিশ্বাসের সাথে নিজের ধারণা বা অনুভূতি প্রকাশ করার কৌশল চর্চা; পর্যবেক্ষণ : কোনো কথা বা কাজ এবং অন্যান্য অস্পষ্ট সংকেত বুঝতে পারা। সহানুভূতি: অন্যের অনুভূতি ও দৃষ্টিভঙ্গি বোঝা এবং সহানুভূতি প্রকাশ করা। আত্ম-প্রকাশ: নিজেকে এবং নিজের বিশ্বাস ও মতামতকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা। ব্যক্তিগতপেশাগত জীবন: শক্তিশালী সম্পর্ক তৈরি, বোঝাপড়া বৃদ্ধি, অনুভূতি বা মতামত আদান-প্রদান  এবং লক্ষ্য অর্জনের চর্চা। নেতৃত্ব ও দলগত কাজ: দলের সদস্যদের মধ্যে সমন্বয় এবং নেতৃত্ব দানের বিভিন্ন উপাত্তগুলি শিখানো  চর্চা করাদ্বন্দ্ব সমাধান: ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব নিরসনের প্রশিক্ষণ  ইত্যাদি। এইসব প্রশিক্ষণের জন্য আমাদের এই ওয়েবে ৫০০ ভাল অভ্যাস আছে। এরপরও আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।