হলিডে ক্যাম্পিং
একাধীক শিক্ষার্থী নিয়ে/মিলে বিভিন্ন শিক্ষা সফরের আয়োজন করলেও করা হলেও হলিডে ক্যাম্পিং করতে হবে। হলিডে ক্যাম্পিং হলো খোলা প্রকৃতির মাঝে বা শহরের বাইরে, পাহাড়, সমুদ্র বা জঙ্গলের মতো প্রাকৃতিক পরিবেশে তাঁবু বা অন্যান্য অস্থায়ী আশ্রয়স্থলে দিন বা রাত কাটানোর একটি বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যকলাপ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে কিংবা জাতীয় ছুটির দিনগুলিতে প্রতিবছর এক বা একাধিকবার ক্লাবভুক্ত শিক্ষার্থীদের নিয়ে ১,২,৩,৫ বা ৭দিনের হলিডে ক্যাম্পিং-এর বিশেষ প্রশিক্ষণ কর্মফল আয়োজন করা হবে। অত্যন্ত কম বাজেটে ছুটির শিক্ষা সফর হবে এটি।
এই সফরে শিক্ষার্থীদেরকে এমন একটি পরিস্থিতিতে ফেলা হয়, যেখানে তাকে একজন অতি দরিদ্র ব্যক্তি হিসাবে এক বা একাধিক দিন বেঁচে থাকতে হয়। খাবারের কষ্ট, থাকার কষ্টসহ একজন অভাবগ্রস্থ ব্যক্তি্র প্রতিদিন কি অবস্থার মধ্য দিয়ে দিন-রাত কাটে, তা শিক্ষার্থীকে যাপিত জীবন যাপনের মাধ্যমে ভোগ করতে হয়। কিন্তু গরিব হলেও তার আচরণ যদি আদর্শবান, দৃঢ় প্রত্যয়ী ও সুখী মানুষের মতো বজায় থাকে, তবেই সে উপযুক্ত সার্টিফিকেট পাবে; যা তার অহংকার হিসেবে ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখবে। মুলত অর্থের প্রকৃত মূল্য শেখানো, প্রযুক্তিহীন আগেকার মানুষ ও অসহায় মানুষের জীবন যাপনকে উপলব্দি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা ও ধৈর্যশীলতার মূল্যায়ন, প্রকৃতিকে উপলব্ধি ও একাত্মকরণ, গ্রুপ ডিসকাশন ও শেয়ারিং এর গুরুত্ব উপলব্ধি, বেঁচে থাকার সংগ্রামে তাকে সম্পৃক্তকরণ ইত্যাদি এই হলিডে ক্যাম্পিংয়ের মূল উদ্দেশ্য।