প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
সুনাগরিক এ্যাওয়ার্ড-’২৫
ক্যাম্পেইন: “এগিয়ে থাকব, এগিয়ে রাখব।”
(একে আজাদ কর্তৃক প্রচারিত এই ক্যাম্পেন পরীক্ষামূলকভাবে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়ন ও গোপালগঞ্জের গোবরা ইউনিয়নের সকল শিক্ষার্থী ও পেশাজীবী মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে) পরবর্তীতে এর সফলতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে সারা দেশে কার্যকর করা হবে।
কেন এই ক্যাম্পেইন: আমাদের মূল সমস্যা হলো নৈতিকতা আর অদক্ষতার। তাই আমাদের শিক্ষার্থী ও যুব সমাজকে বিশ্বমানের সুসভ্য ও দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে ‘সুদীর্ঘ পরিকল্পনার আলোকে তৈরি’ এই মহতী আয়োজন।
আপনার ও আপনার পরিজনদের প্রতিভাকে বিকশিত করার জন্য এটি একটি বড় সুযোগ। এই প্রতিযোগিতায় আছে মোট ৫টি স্তর। প্রতিটি স্তরেই আছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিটি স্তর জয়ের মাধ্যমে তৈরি হবে জেলা,বিভাগ ও জাতীয় স্তরে পুরস্কার জয়ের সম্ভাবনা। আপনি হবেন দেশের একজন গর্বিত সুনাগরিক।
কারা অংশ নিতে পারবেন:
১ম ক্যাটাগরি: প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী(সমমান) ও তাদের বাবা/মা বা অভিভাবক(১জন)।
২য় ক্যাটাগরি: ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থী(সমমান) ও তাদের বাবা/মা বা অভিভাবক (১জন)।
৩য় ক্যাটাগরি: একাদশ শ্রেণির শিক্ষার্থী থেকে অনার্স-মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী (সমমান)।
৪র্থ ক্যাটাগরি: অনূর্ধ্ব ৪৫ বছরের সকল পেশাজীবী নারী-পুরুষ।
নোটঃ~প্রতিযোগিতায় কম নাম্বার পাওয়া বা অসফল হওয়া মানে এই নয় যে, আপনি প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গেলেন। আপনি পুনরায় প্রস্তুতি নিয়ে যে-কোন সময় আবারো পরীক্ষা দিতে পারবেন। তবে এক্ষেত্রে পুরাতন কোড এর বদলে নতুন কোড নাম্বান নিতে হবে। অনলাইনে পরীক্ষা দেবার পর মাত্র এক সেকেন্ডের মধ্যে অটোমেটিকভাবে ডিজিটাল রেজাল্ট পেয়ে যাবেন।
প্রতিযোগিতার নিয়মাবলী
১) কোনো রকম ফি/টাকা বা কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। শুধুমাত্র কয়েক পৃষ্ঠার পাঠ ডাউনলোড করে বা লিংকে ক্লিক করে কিংবা কিউ-আর-কোড স্ক্যান করে পড়তে হবে। ব্যাস, এবার অনলাইনে বা অফলাইনে পরীক্ষা দেবার জন্য এই ০১০০০০০০০০ নাম্বারে পরীক্ষার্থীর নাম ও লোকেশন জানাতে হবে– “ম্যাসেজ, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যা্প, ইমু কিংবা টেলিগ্রামে।”
২) আমাদের বিচারকগণ প্রতিযোগীকে যাচাই-বাছাই করে তার চাহিদা মত অনলাইন পরীক্ষার লিংক অথবা অফলাইনে পরীক্ষার তারিখ-স্থান এবং একটি কোড নাম্বার দিবেন। অনলাইনে পরীক্ষার্থী তার সুবিধাজনক যে-কোনো সময়ে ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন। তবে পরীক্ষার পর যেকোনো কার্য দিবসে চূড়ান্ত নির্বাচনের জন্য পরীক্ষার্থীকে মোবাইলে অথবা সরাসরি মৌখিক পরীক্ষায়ও অংশ নিতে হবে।
পুরস্কার
প্রতি পর্বে সকল কৃতি অংশগ্রহণকারী আকর্ষণীয় পুরস্কার পাবেন। এছাড়া প্রত্যেক ইউনিয়নের সেরা ২৭ জন পাবেন সুনাগরিক অ্যাওয়ার্ড-২৫,
বিচারের মানদণ্ড
বিচারকগণ নিম্নলিখিত মানদণ্ড বিবেচনা করে প্রতিযোগিতার বিজয়ীদের নির্ধারণ করবেন (কোন নির্দিষ্ট অনুক্রমে নয়):
প্রথম পর্বে: শিক্ষার্থীর নৈতিকতার মান--পরীক্ষা ও মৌখিক।
পরবর্তী দ্বিতীয় পর্ব , তৃতীয় পর্ব , চতুর্থ পর্ব ও পঞ্চম পর্বে- পরীক্ষা, মৌখিক, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন দক্ষতা, জ্ঞান, প্রজ্ঞা, আচার-আচরণ- নৈতিকতা-মানবিকতা-পরিবেশ সচেতনতা ইত্যাদির উপর। এই পর্বগুলির পাঠ ও সিলেবাস লিংক->
সতর্কতা: কো্নো অবস্থায় অনলাইনে একজনের পরীক্ষা আরেকজন দিতে চেষ্টা করবেন না। মৌখিক পরীক্ষা এবং পরবর্তী ধাপে অবশ্যই তা ধরা পড়বে। কোমলমতি শিশুদের নৈতিকতা ও দক্ষতা গঠনে আপনি সার্বিকভাবে সহযোগিতা করুন ; অনৈতিকতা ও চুরি-বিদ্যা শিখিয়ে তাদের ধ্বংস করবেন না। আপনার বা আপনার প্রিয়জনের প্রতিভাকে চেপে রেখে কিংবা না-পারা বিলাপকারীদের ভিড়ে টেলে দিয়ে, ভিতরের কোয়ালিটি শেষ করে দিবেন না। সবাই নয়, কাউকে না কাউকে জিনিয়াস হয়ে অন্ধকার পেরিয়ে আলোতে আসতে হবে; এই সমাজ, এই দেশ নতুন করে গড়ার জন্য।
লিংক:
প্রতিযোগিতার পাঠ নিতে পূর্ণাঙ্গ "পিডিএফ ডাউনলোড@” বা টেক্সট www.sunagorik.net/a
আর ক্যাটাগরি অনুযায়ী লিংক ক্লিক ।
১) প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি (সমমান) www.sunagorik.net/5
২) ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি (সমমান) www.sunagorik.net/5
৩) একাদশ থেকে অনার্স-মাস্টার্স (সমমান) www.sunagorik.net/5
৪) অনূর্ধ্ব ৪৫ বছরের সকল পেশাজীবী www.sunagorik.net/5
আপনার পাঠ থেকে একটি দৃশ্যকল্প তৈরি করুন। ছাত্রদের জিজ্ঞাসা করুন তারা সেই পরিস্থিতিতে কি করবে এবং তাদের বলুন তাদের উত্তরের জন্য কোন নির্দিষ্ট নিয়ম নেই।
শিক্ষার্থীদের কয়েকটি শব্দ বা বাক্যাংশ দেওয়া হবে এবং বাক্যাংশ-এর সাথে সঠিক সঠিক শব্দ অনুমান করতে হবে।
পূর্ব-তৈরি কোন নাম লিখুন প্রানি, জড় বা স্থান , এটি নিয়ে কয়েকট তথ্য বলুন, তাপর জিজ্ঞাসা কতুন
শব্দ চেইন
একটি শব্দ নিয়ে আসুন, যেমন 'মৌমাছি', তারপরে একজন ছাত্রের কাছে একটি বল নিক্ষেপ করুন; তারা শেষ অক্ষর "ই" দিয়ে শুরু হওয়া আরেকটি শব্দের কথা ভাববে, যেমন
বাক্যগুলিকে কয়েকটি শব্দে কেটে প্রস্তুত করুন
শব্দ স্ক্যাম্বল
শব্দগুলিকে গুলিয়ে ফেলা এবং সেগুলি কী হতে পারে তা খুঁজে বের করা, যেমন প্রাণী, উত্সব, নিশ্চল ইত্যাদির
প্রথমে একটি শব্দ ভাবুন, তারপর সেই সাথে যুক্ত কিছু শব্দ শিক্ষার্থীদের বলুন। আপনি যে শব্দটি ভাবছেন তা অনুমান করার চেষ্টা করতে বলুন- যেমন, ফুল, বন, মৌচাক, মধু, -=মৌমাছি, বাক্য---
তিনটি বিভাগ রয়েছে: পোশাক, দেশ এবং কেক। কোনটি কি?
কাঁচুলি (পোশাক)
কানাডা (দেশ)
কাপ কেক (কেক)
একটি পৃষ্ঠায় ৫০ টি শব্দ লিখুন অথবা ছবিসহ প্রিন্ট দিন তারপর এরকম তিনটি ফটোকপি করুন প্রত্যেককে এক মিনিট করে সময় দিয়ে কয়টি শব্দ বলতে পারে তা খেলুন