এই প্রতিযোগিতায় আয়োজনের মূল উদ্দেশ্য হল, শিক্ষার্থীদেরকে "তার আগ্রহের বিষয়সমূহ চর্চার জন্য" বিভিন্ন ক্লাবভুক্ত করা। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি বর্তমানে "ক্লাব কার্যক্রম" সক্রিয় থাকে, তাহলে ওই ক্লাবের অধীনে সব কিছু পরিচালিত হবে; আর যদি ক্লাব কার্যক্রম নিষ্ক্রিয় থাকে তাহলে সক্রিয় করে কার্যক্রম পরিচালিত হবে। এই ক্লাবগুলো ছাত্র-ছাত্রীদের বহুমুখী দক্ষতা অর্জনে সাহায্য করবে এবং তাদেরকে 'উজ্জল ভবিষ্যতের জন্য' প্রস্তুত করবে। প্রথমে এক বা দুইজন শিক্ষকের অধীনে সকল ক্লাব কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে। পরে গুরুত্ব অনুসারে নির্দিষ্ঠ শিক্ষকদের দায়িত্ব দেয়া হবে। মোট ৬টি প্রকৃয়ায় শিক্ষার্থীদেরকে বিশ্বমানের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। প্রকৃয়াগুলি নিম্নরূপ:
প্রথম প্রকৃয়া : আদর-কায়দা-নৈতিকতা নিয়ে প্রতিযোগিতা আয়োজন করে কিছু শিক্ষার্থী নির্বাচন করে তাদের পুরষ্কৃত করা এবং তাদের মতামতের ভিত্তিতে আগ্রহের বিষয়ে জেনে নির্দিষ্ট ক্লাবভুক্ত শ্রেণীবিন্যাস করা।
দ্বিতীয় প্রকৃয়া : ১/২ জন প্রফেসর/শিক্ষকের নেতৃত্বে ক্লাব কার্যক্রম পরিচালনা করা এবং অনলাইন আউটপুট জার্নাল প্রকাশ করা।
তৃতীয় প্রকৃয়া : প্রতি সপ্তাহে ১দিন ক্লাব গোল্টেবিল বৈটকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং জ্ঞান চর্চার একাধিক বিষয় নিয়ে আলোচনা করা। পর্যাক্রমে ৫০০বিষয়ে জ্ঞান কোষ , ৫০০ নৈতিকতা, রুচি, অভ্যাস ও দক্ষতা, ৫০০ স্বাস্থ্য গবেষণা, ৫০০ ইসলামের ইতিহাস এবং প্রয়োজনীয় বইয়ের পিডিএফ, টেক্সট, ভিডিও এখানে সন্নিবেশিত করা হয়েছে।
চতুর্থ প্রকৃয়া : শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে শিক্ষার্থীর শারিরীক দক্ষার জন্য আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ, অগ্নি নির্বাপন ব্যবস্থা , সাঁতার শিখানো , স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ, দূর্ঘটনা-জরুরী স্বাস্থ্য পরিসেবা , জুডো প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থা করা হবে।
পঞ্চম প্রকৃয়া : শিক্ষার্থীদেরকে কমিউনিকেশন দক্ষতা বৃদ্ধি ও প্রয়োগের জন্য,পারটাইম জব, সামাজিক কুসংস্কারের বিপক্ষে বয়ান তৈরি করা, সামাজিক সচেতনতা ও সুন্দর পরিবেশ বিকাশে কাজ করা। স্বেচ্চাশ্রম কাজে অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে সহযোগিতা করা।
ষষ্ট প্রকৃয়া : সামাজিক নেতৃত্বদানের জন্য যোগ্যতা ও দক্ষতার চর্চার ধারাবাহিকতা তৈরি করতে শিক্ষার্থীদেরকে স্টারে ভূষিত করা। যিনি ১০০টি বিষয় নিয়ে ভালো বলতে পেরেছে এবং যার কমিউনিকেশন স্কিল মোটামুটি প্রাথমিক লেভেল অতিক্রম করেছে, তাকে ওয়ান স্টার। আবার যিনি .২০০বিষয় নিয়ে ভালো বলতে পারে এবং যার কমিউনিকেশন স্কিম আর একটু ভাল, তাকে ২টি স্টার। এভাবে ক্রমান্বয়ে ৫স্টারে শিক্ষার্থীকে ভূষিত করা হবে।