নোটঃ কোনো দলে, পরিবারে বা বন্ধুমহলে যদি মাত্র একজনও খারাপ সদস্য থাকে; যেমন অভদ্র, কাজচোর বা সবসময় হতাশাগ্রস্ত, নেতিবাচক মানুষ; তাহলে সেই দলে একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস কমায় এবং তর্ক-বিতর্ক সৃষ্টি করে, যার ফলে পরিবারে বা বন্ধু মহল বা দলে যোগাযোগ দুর্বল হতে থাকে বা গ্রুপিং সৃষ্টি হয় এবং দল খারাপ পারফর্ম করে থাকে।  ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের উইল ফেল্পসের গবেষণায় উঠে এসেছে, মাত্র একজন খারাপ সদস্য গোটা দলের পরিবেশ ও ফলাফল নষ্ট করতে পারে। এখানে বাকি সদস্যরা যতই ভালো ও দক্ষ হোক না কেন তার ওপর সফলা নির্ভর করে না বরং দলের সবচেয়ে দুর্বল ও খারাপ সসদস্যের ওপর নির্ভর করে। কাজেই দলের সবচেয়ে দুর্বল ও খারাপ সদস্যে চিহ্নিত করে আলাদাভাবে তার মান উন্নয়নে চেষ্ঠা করতে হবে।

https://sites.google.com/view/sunagorik