ফেব্রুয়ারি মাসের ক্লাব কার্যক্রম

১) নিচে দেওয়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহের বিশেষ বিষয়গুলো নিয়েগোল টেবিল বৈঠকে আলোচনা করা যাবে। এই আলোচনা নির্দিষ্ট ঐদিনে হতে হবে এমন কোন বিষয় নেই, অক্টোবর মাসের যে-কোন দিনে হতে পারে।

২) ৫০০বিশ্বকোষ থেকে বা ৫০০আদব কায়দা থেকে কিংবা ৫০০ ইসলামের ইতিহাস থেকে অথবা ৫০০ স্বাস্থ্য গবেষণা থেকেও এক বা একাধিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। নিচে লিংক আছে।

৩) একদম নিচে দেয়া মুক্ত আলোচনা অংশের কোনো বিষয় নিয়েও আলোচনা করা যাবে। 

 নোটঃ  এখানে কোন একটি বিষয় সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে মাত্র ।এইসব তথ্যের স্বপক্ষে-বিপক্ষে মতামত থাকতে পারে । তবে অবশ্যই আলোচনা আগে বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সার্চ ইঞ্জিন বা এ আই কিংবা অন্য কোন সোর্স থেকে আরো বিভিন্ন জেনে নিতে হবে।