মুখবদ্ধ: সুনাগরিক সংঘ মূলত বিভিন্ন 'শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠসমূহকে' তাদের শিক্ষার্থীদের মান উন্নয়নে সহযোগিতা করে থাকে। প্রথমে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠনে একটি ‘গুড ম্যানার্স প্রতিযোগিতা’ আয়োজন করে দুইশ-এর বেশি শিক্ষার্থীদেরকে ঐ প্রতিষ্ঠানের ক্লাবে এক বা একাধীক শিক্ষকের অধীনে তালিকাভুক্ত করে তাদের চাহিদানুযায়ী বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়। এই ক্লাব থেকে ৩টি কর্মকাণ্ড পরিচালনা করা হয়। ১) জ্ঞান ও মননের চর্চা: শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন বিষয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে জ্ঞান ও মননের চর্চা করা হয়সাপ্তাহিক গোলটেবিল বৈঠকের লিংক। ২) শারিরীক ফিটনেস: এর জন্য হাটা, খেলাধুলার পাশাপাশি কিছু প্রশিক্ষণের আয়োজন করা। যেমন-অগ্নি নির্বাপন শিক্ষা; স্টোক বা হার্ট এটার্ক রোগির  জরুরী ব্যবস্থাপনা শিক্ষা; আত্মরক্ষার কৌশল জুড়ো-কুমফু শিখা ইত্যাদি । লিংক এখানে। ৩) কমিউনিকেশন স্কিল বাড়ানো: অতি গুরুত্বপূর্ণ সফট স্কিলসমূহ অর্জনের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। যেমন-আত্মবিশ্বাসের সাথে নিজের ধারণা বা অনুভূতি প্রকাশ করার কৌশল চর্চা ইত্যাদি। লিংক এখানে। এই তিন বিষয় ছাড়াও একাধীক শিক্ষা সফর, মান উন্নয়ন প্রশিক্ষণ এবং হলিডে ক্যাম্পিং করা হয়। লিংক এখানে।  এভাবে প্রত্যেক শিক্ষার্থীদের ৬টি ধাপে প্রকৃত নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করা হয়। লিংক এখানে  

ম্যানার্স প্রতিযোগিতা লিংকঃ ১) প্রাইমারি স্কুল  গুড ম্যানার্স প্রতিযোগিতা ২) গার্ল স্কুল গুড ম্যানার্স প্রতিযোগিতা ৩) হাই স্কুল গুড ম্যানার্স প্রতিযোগিতা ৪) মহিলা কলেজ গুড ম্যানার্স প্রতিযোগিতা ৫) কলেজ গুড ম্যানার্স প্রতিযোগিতা ৬) বিশ্ববিল্যালয় গুড ম্যানার্স প্রতিযোগিতা ৭) মাদ্রাসা গুড ম্যানার্স প্রতিযোগিতা ৮) সামাজিক সংগঠন গুড ম্যানার্স প্রতিযোগিতা ৯) প্রাইভেট প্রতিষ্ঠান গুড ম্যানার্স প্রতিযোগিতা ১০} পথসভা গুড ম্যানার্স প্রতিযোগিতা